ওটিটি প্লাটফর্মে ‘শনিবার বিকেল’, কিন্তু …
দেশের সেন্সর বোর্ডে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। এর আগে চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে ওটিটিতে বাংলাদেশের দর্শকদের জন্য একটা ‘কিন্তু’ রয়ে গেছে।
সনি লিভ কর্তৃপক্ষ ও নির্মাতা ফারুকী জানান, আগামী ২৪ নভেম্বর (শুক্রবার) থেকে ইনডিয়া ভিত্তিক প্লাটফর্মটিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘শনিবার বিকেল’। এছাড়া চলতি মাসের শেষ দিন চরকিতে মুক্তি পাচ্ছে ফারুকীর ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এ নির্মাতা লেখেন, “এক সাথে এতো কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!”
এ মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশ থেকে লগইন করা সনি লিভের দর্শকরা ‘শনিবার বিকেল’ দেখতে পারবেন না।
অবশ্য এর আগে বিদেশের প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘রিকশাগার্ল’ বা ‘মেড ইন বাংলাদেশ’ দেশের দর্শকদের অধরা থাকেনি। তবে বৈধ উপায়ে দেখার কোনো সুখবর আপাতত ‘শনিবার বিকেল’-এর জন্য আগ্রহীদের সামনে জন্য নেই।
২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ছবিটি তৈরি করেছেন ফারুকী। আর এ কারণে কয়েক বছর ধরে সিনেমাটি আটকে আছে। গত জানুয়ারিতে নতুন করে সেন্সর শোর পর জানানো হয়, কিছু শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ সেন্সর সনদ পেতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।
শুটিং শেষে ২০১৯ সালের জানুয়ারিতে ‘শনিবার বিকেল’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে জমা দেওয়া হয়। ওই বছরের ৯ জানুয়ারি ছবিটির প্রদর্শনী হয়। সে সময়ও প্রথমে শোনা যাচ্ছে আনকাট ছাড়পত্র পাচ্ছে ওয়েন টেকের সিনেমাটি। কিন্তু আপিল কমিটিসহ আন্দোলনে গড়িয়েও ‘শনিবার বিকেল’ কোনো ফল পায়নি।
উল্লেখ এর আগেও সনি লিভে মুক্তি পেয়েছে বাংলাদেশি সিনেমা। মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ স্ট্রিমিং হচ্ছে এ প্লাটফর্মে।