Select Page

ওবায়দুল কাদেরের পছন্দে চুক্তিবদ্ধ ফেরদৌস-পূর্ণিমা

ওবায়দুল কাদেরের পছন্দে চুক্তিবদ্ধ ফেরদৌস-পূর্ণিমা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘গাঙচিল’ নামের ছবির জন্য গুলশানের একটি হোটেলে ফেরদৌস ও পূর্ণিমা চুক্তি স্বাক্ষর করলেন সোমবার সন্ধ্যায়।

জানা যায়, ওবায়দুল কাদেরের পছন্দে সিনেমাটির জন্য দুই তারকাকে বাছাই করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। প্রযোজক হিসেবে থাকছেন যৌথভাবে নায়ক-নির্মাতা দুজনেই।

নির্মাতা নেয়ামুল জানান, ‘আমার নতুন ছবির গল্প নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যাঁরা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন।’

তিনি আরো বললেন, ‘ছবিটির গল্পকার মাননীয় মন্ত্রী চেয়েছেন নায়ক-নায়িকা হিসেবে ফেরদৌস ভাই আর পূর্ণিমা আপুকে। কারণ তিনি মনে করেছেন তাঁর সৃষ্ট চরিত্র দুটির সঙ্গে এ দুজনকে ভালো মানাবে। আমারও ইচ্ছে ছিল। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটল।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‘গাঙচিল’-এ ফেরদৌস অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে।

এদিকে ‘গাঙচিল’ ছাড়াও ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা। ‘জ্যাম’ ছবিটি নির্মিত হবে চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মসের ব্যানারে।

পূর্ণিমা বললেন, ‘পাঁচ বছর পর ফিরছি। দুটি ছবিতেই নায়ক হিসেবে পাচ্ছি আমার বন্ধু ফেরদৌসকে। পরিচালকও একই। এটা বেশ মজার বিষয়। এখানে (গাঙচিল) আমি এনজিও কর্মীর চরিত্রে, ওখানে (জ্যাম) থাকছি নৃত্যশিল্পীর ভূমিকায়। মানে দুটো আলাদা মেজাজের সিনেমা ও চরিত্র নিয়ে শুরু করছি। আগের মতো এবারও সবার ভালোবাসা প্রত্যাশা করছি।’


Leave a reply