Select Page

কালী পুজোয় ‘ব্ল্যাক’, সঙ্গে পুরনো বিতর্ক

কালী পুজোয় ‘ব্ল্যাক’, সঙ্গে পুরনো বিতর্ক

mim_414378442

লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিমের চলচ্চিত্র ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে যৌথ প্রযোজনার ‌‘ব্ল্যাক’। দুইবার নাম বদলানো সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সোহম। খুশির খবর হলো কালীপূজা উপলক্ষে নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক’। কিন্তু বরাবরের মতো বয়ে নিয়ে এলো যৌথ প্রযোজনার সিনেমার সেই পুরনো বিতর্ক।

উৎসব উপলক্ষে একই দিন দুই বাংলায় মুক্তি পাবে ‘ব্ল্যাক। কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপু পরিচালনা করেছেন সিনেমাটি। এ ছাড়া বেশিরভাগ শিল্পীই কলকাতার।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশ হয়েছে ‌‘ব্ল্যাক’র ফার্স্টলুক। কিন্তু মজার বিষয় হলো পোস্টারটিতে দুই বাংলার সিনেমার কোনো চিহ্নই নেই। পোস্টারে নেই বাংলাদেশি পরিচালক কিবরিয়া লিপুর নাম নেই। নেই তার প্রতিষ্ঠানের নামও।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে ‘যৌথ প্রযোজনার সিনেমা’ কথাটি বাংলাদেশে বেশ জোরেশোরে প্রচার করা হয়। ধরা হয় এটি সিনেমা হিট করার মূল উপাদান। অন্যদিকে ভারতীয় পক্ষ তাদের দেশে বিষয়টি এড়িয়ে যায়। এর আগে অন্য সিনেমাগুলো নিয়ে তেমন বিতর্ক উঠেছে। সে তালিকায় এবার যুক্ত হল ‘ব্ল্যাক’।

ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া থাকছে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।


মন্তব্য করুন