Select Page

কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে শুধু মুক্তির তারিখ বানিজ্যের জন্য?

কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে শুধু মুক্তির তারিখ বানিজ্যের জন্য?

প্রায় এক যুগ ধরে বলা হচ্ছে, বাংলা চলচ্চিত্র খারাপ অবস্থার মধ্যে আছে। এর মধ্যে চলতি বছরে হিট বা আলোচনা করার মতো ছবি খুঁজতে আতশি কাচ হাতে নিলেও কিছু মিলছে না। তা সত্ত্বেও সংশ্লিষ্টদের মধ্যে ঐক্য তৈরি হয়নি।

সিনেমা কম নির্মিত হলেও অনেক সময় দেখা যায়- কোনো আলোচিত ছবি মুক্তি দিতে গেলে সেখানে আগেই তারিখ নিয়ে আছে অন্য ছবি। এ ধরনের সমস্যা প্রায়ই দেখা যায়। যা নিয়ে পরিচালক অনন্য মামুন বললেন, কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে শুধু মাত্র মুক্তির তারিখ বানিজ্যের জন্য?

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি খোলাসা করেন। অনন্য মামুন লেখেন, “এই অনিয়মের শেষ কোথায়? আপনারা কি জানেন বাংলাদেশে কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে শুধু মাত্র মুক্তির তারিখ বানিজ্যের জন্য? তাহলে একটু খুলে বলি ব্যাপারটা.. প্রযোজক সমিতির সাধারন নিয়ম অনুযায়ী সপ্তাহে ২টির বেশি চলচ্চিত্র মুক্তি দেয়া যাবে না.. ঈদ এই নিয়মের বাইরে থাকবে.. আপনারা হয় তো জানেন এখন চলচ্চিত্রের কঠিন সময় চলছে, কিন্তু আপনাদের ধারনা ভুল প্রমানিত হবে যদি আপনি সমিতি খাতায় মুক্তির তালিকা দেখেন. প্রতিমাসের ১ম ও ২ য় সপ্তাহে আপনি মুক্তির তারিখ পাবেন না, আগে থেকেই বুক..আর যদি কোন উৎসব হয় তাহলে ৬ মাস আগেই তারিখ নেই..আর সেখানেই কিছু চলচ্চিত্র পাবেন যা দিয়ে আগে থেকেই তারিখ বুক করে রাখা হয়েছে.. যে চলচ্চিত্রগুলো কোন দিন মুক্তি পায় না.. এমন ৫ থেকে ৭ চলচ্চিত্র আছে যা একের অধিক সময় মুক্তির তারিখ নিয়েছি, কিন্তু মুক্তি দেয়া হয়নি.. এতে করে বিপদে পরে সাধারণত প্রযোজকরা যারা অনেক টাকা দিয়ে চলচ্চিত্র বানিয়েও সঠিক তারিখে মুক্তি দিতে পারেন না.. এই অন্যায়ের সমাধান কি কোন দিন হবে না.. বতমান সমিতির যারা আছেন তাদের প্রতি আমাদের অনেক আস্থা..”


Leave a reply