Select Page

ফিরে দেখা ২০১০-১৯: জনপ্রিয় পঁচিশ ধারাবাহিক

ফিরে দেখা ২০১০-১৯: জনপ্রিয় পঁচিশ ধারাবাহিক

বিটিভির সূচনালগ্ন থেকেই আমাদের কালচারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠে ধারাবাহিক নাটক। কোথাও কেউ নেই, আজ রবিবারের মত নাটকগুলো যখন টেলিভিশনে প্রচারিত হত তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত।

এদেশে নাটক নিয়ে গণ আন্দোলন হয়েছে, প্রধানমন্ত্রীকে নাটকের কাহিনী পরিবর্তন করতে পরিচালককে অনুরোধ করতে দেখেছে দর্শক। বিটিভির নির্মাতাদের হাতে কি জাদু ছিল কে জানে! সাদাকালো যুগ পেড়িয়ে রঙিন যুগ এসেছে নাটক নিয়ে মানুষের আগ্রহ একটুও কমেনি। সব বয়সী মানুষের আলোচনার বড় আগ্রহের একটি বিষয় ছিল পরের পর্বে কি হতে যাচ্ছে।

বিটিভির যুগ পেড়িয়ে ইটিভি যুগ এসেছে সেখানে থেকে স্যাটেলাইট! সাপলুডু, নুরুলহুদা, ৫১ বর্তী, প্রেত, উড়ে যায় বকপক্ষী, রমিজের আয়না কিংবা হাউজফুলের মত নাটকগুলি ধারাবাহিক নাটকের উন্মাদনা দমতে দেয় নি। হয়তো বর্তমানে অনেকের কাছেই কথাগুলো রূপকথার গল্পের মত মনে হতে পারে। দেশের ধারাবাহিক নাটকের এত অকাল আসবে হয়তো বিটিভির প্রজন্ম কল্পনাও করেনি।

অথচ এমন হবার কথা ছিল না! চ্যানেল সংখ্যা বাড়ার সাথে সাথে প্রতিযোগিতা বাড়তে পারত, যেই প্রতিযোগিতার মাধ্যমে দর্শক আরো ভাল কাজ পেতে পারত। অনেকেই বলেন ইন্টারনেট ও ভারতীয় চ্যানেল এ দুরবস্থার জন্য দায়ী। অথচ বিশ্বব্যাপী টিভি সিরিজের ক্রেজ দেখলে এ যুক্তিকে হাস্যকর মনে হয়। তবে, নাটকের এত মাত্রায় অবনমনে বড় একটি ভূমিকা রেখেছে নাটকের ফাঁকে অতি মাত্রায় বিজ্ঞাপন প্রচার করার টেন্ডেন্সি। বিজ্ঞাপনের অত্যাচারে এক সময় আশাহত হয়ে নির্মাতাদের অনলাইন দর্শক টার্গেট করে নাটক বানাতে বাধ্য হতে হয়েছে। যদিও তাতে অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। কারণ অনলাইন দর্শক বেশিরভাগই একটা বয়সের। যখন আপনি কেবল এক শ্রেণীকে টার্গেট করে নাটক বানাবেন তাতে একগুঁয়েমি আসবেই। আরো হতাশার বিষয় বর্তমানে ওয়েব সিরিজের নামে যা নির্মাণ হচ্ছে তার বড় অংশই অশ্লীলতার দোষে দুষ্ট। সবমিলিয়ে এ দশককে বাংলা ধারাবাহিক নাটকের ইতিহাসের সবচেয়ে মন্দ দশক অনায়াসে বলা যায়। শতকরা হিসেব করলে একেবারে নগন্য পরিমাণ ভাল কাজ থেকে উল্লেখযোগ্য কিছু কাজের তালিকা দেয়া হল আজকের পর্বে:

১. গ্র‍্যাজুয়েট (২০১০)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (জাহিদ হাসান, তিশা, সিদ্দিকুর রহমান, হাসান মাসুদ, মোনালিসা)
২. এফএনএফ (২০১০)- রেদোয়ান রনি (মোশাররফ করিম, সুমাইয়া শিমু, অপি করিম, আবুল হায়াত, পার্থ বড়ুয়া, শখ)
৩. চৈতা পাগল (২০১১)- মাহফুজ আহমেদ (মাহফুজ আহমেদ, জয়া আহসান, মিশু সাব্বির, বাঁধন, নওশীন, রওনক হাসান)
৪. বিশ্বাস(২০১০)- গিয়াসউদ্দিন সেলিম ও অন্যান্য (সাঈদ বাবু, আরাবী, শামা রহমান, রহমত আলী, হুমায়ূন ফরিদী, আহমেদ রুবেল, এটিএম শামসুজ্জামান, শিমুল ইউসুফ, বিজরী বরকতউল্লাহ, মিরানা জামান, উৎস)
৫. ফিফটি ফিফটি (২০১১)- ইফতেখার আহমেদ ফাহমি (মোশাররফ করিম, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মুনিরা মিঠু, শখ, শহীদুজ্জামান সেলিম, তাজিন আহমেদ, জিল্লুর রহমান)

৬ .মাইক (২০১০)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (মোশাররফ করিম ,এজাজুল ইসলাম, তিশা, মীর সাব্বির, সিদ্দিকুর রহমান)
৭. হাড়কিপ্টে (২০১১)- সালাউদ্দিন লাভলু (চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আমিরুল হক চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, শামীম জামান)
৮. চাঁদের নিজের কোনো আলো নেই (২০১১)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (মোশাররফ করিম, তিশা, মুনিরা মিঠু, আবুল হায়াত, সিদ্দিকুর রহমান)
৯. ব্যাচেলর পয়েন্ট (২০১৮)- কাজল আরেফিন অমি (জিয়াউল হক পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, মিশু সাব্বির, চাষী)
১০. লীলাবতী (২০১০)- অরুণ চৌধুরী (বিন্দু, শহীদুজ্জামান সেলিম, তিন্নি, আরিফিন শুভ, মিলন)

১১. অলসপুর (২০১১)- আল হাজেন (চঞ্চল চৌধুরী, মিম, ফজলুর রহমান বাবু, সিদ্দিকুর রহমান, আলভী)
১২. ইউনিভার্সিটি (২০১৪)- আতিক জামান (মোশাররফ করিম, মেহজাবীন, জোভান, টয়া, অ্যালেন শুভ্র, বিদ্যা সিনহা মিম)
১৩. রেডিও চকলেট (২০১২)- রেদোয়ান রনি (মোশাররফ করিম, সুমাইয়া শিমু)
১৪. লংমার্চ (২০১২)- মাসুদ সেজান (মোশাররফ করিম, তিশা, শামীমা নাজনীন, এজাজুল ইসলাম)
১৫. নোয়াশাল (২০১৩)- মীর সাব্বির (এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, মীর সাব্বির, রওনক হাসান, টয়া, ডলিজহুর)

১৬. নাইন অ্যান্ড এ হাফ (২০১৪)- মাবরুর রশিদ বান্নাহ (জোভান, সিয়াম, তৌসিফ, টয়া, ঈশিকা, শাওন, পারসা ইভানা, সৈয়দ হাসান ইমাম)
১৭. ভালোবাসার চতুষ্কোণ (২০১৩)- শিহাব শাহিন (অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, মৌটুসী বিশ্বাস)
১৮. উজান গাঙ্গের নাইয়া (২০১৫)- গিয়াসউদ্দিন সেলিম (অর্চিতা স্পর্শিয়া, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, নওশাবা, শ্যামল মাওলা, দীপা খন্দকার)
১৯. জামাই মেলা (২০১০)- আজহারুল ইসলাম বাবু (চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজিজুল হাকিম, আখম হাসান, শাহনাজ খুশি, নোভা, আলভী)
২০. ইডিয়ট (২০১২)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, আফরান নিশো, রাখী, রুমেল, মিশু সাব্বির, শামীমা নাজনীন, সিদ্দিকুর রহমান, এজাজুল ইসলাম, হাসান মাসুদ)

২১. পৌষ ফাগুনের পালা (২০১০)- আফসানা মিমি ও রাকেশ বসু (হুমায়ূন ফরিদী, জাহিদ হাসান, ফেরদৌসি মজুমদার, ত্রপা মজুমদার, সোহানা সাবা, রাইসুল ইসলাম আসাদ, সানজিদা প্রীতি, আজাদ আবুল কালাম)
২২. ফ্যামিলি ক্রাইসিস (২০১৯)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (মুনিরা মিঠু, সারিকা সাবাহ, শহিীজ্জামান সেলিম, রুনা খান, জিয়াউল হক পলাশ, শর্মিলী আহমেদ, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, রোজী সেলিম)
২৩. গল্পগুলো আমাদের (২০১৮)- মিজানুর রহমান আরিয়ান (অপূর্ব, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, তাসনুভা তিশা, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার)
২৪. রুপকথা (২০১১)- অরণ্য আনোয়ার (মাহফুজ আহমেদ, ঈশিতা, নওশাবা,আজিজুল হাকিম, দীপা খন্দকার)
২৫. সুন্দরপুর কতদূর (২০১০)- আবুল হায়াত (তিশা, মিলন, শাহেদ, মৌটুসী, আফরোজা বানু, আবুল হায়াত)


মন্তব্য করুন