Select Page

কেন ঈদুল ফিতরে মুক্তি পাবে না ‘অপারেশন সুন্দরবন’?

কেন ঈদুল ফিতরে মুক্তি পাবে না ‘অপারেশন সুন্দরবন’?

পরিচালক দীপংকর দীপন ও অভিনেতা সিয়াম আহমেদের ভক্তদের মিলিত প্রশ্ন, কবে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’?

জানা গল, দুবার মুক্তির দিনক্ষণ ঠিক করেও সেখান থেকে পিছিয়ে যাওয়া ছবিটির সবকিছুই চূড়ান্ত। অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে হলেও চলচ্চিত্রটি মুক্তি দিতে চান দীপন। প্রথম আলোকে তেমনটাই জানালেন তিনি।

সঙ্গে একটি তথ্য দিলেন, বন্ধুপ্রতীম এক পরিচালকের সিনেমা মুক্তি বিবেচনা করে ঈদুল ফিতরে পর্দায় উঠছে না ‘অপারেশন সুন্দরবন’। তাহলে?

দীপন বললেন, ‘ইচ্ছা ছিল পবিত্র ঈদুল ফিতরে “অপারেশন সুন্দরবন” মুক্তি দেব। কিন্তু আমাদেরই বন্ধুপ্রতীম একজন পরিচালক তার ছবিটি এই ঈদে আনতে চান, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পরের ঈদে মুক্তি দেওয়ার। তবে আগামী ঈদুল আজহার দিনক্ষণ কোনোভাবে নড়চড় হবে না। পরিবেশ–পরিস্থিতি ভালো না থাকলেও অন্তত কয়েকটি প্রেক্ষাগৃহে হলেও মুক্তি দেব। দর্শকের জন্য বানানো চলচ্চিত্রটি তাঁদের কাছে পৌঁছে দিতে চাই।’

কলকাতায় ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের অ্যানিমেল গ্রাফিকসের কাজ চলছে।

দীপংকর দীপন জানালেন, চলচ্চিত্রের একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি আছে। শিগগিরই দেশের বাইরের সেই গানের শুটিং সেরে নিতে চান। দীপংকর দীপন বললেন, ‘শেষ মুহূর্তের টেকনিক্যাল কাজগুলো করছি। কোনো ধরনের আপস আমরা করছি না। যেখানে যা যা দরকার, সবই করছি। সপ্তাহখানেকের মধ্যে টেকনিক্যাল কাজ শেষ হয়ে যাবে। এরপর গানের শুটিংটা শেষ করতে চাই।’

আরও জানান, গানের দৃশ্যধারণের কাজ আগেই শেষ হয়ে যেত। কিন্তু সিয়াম করোনার টিকা না দেওয়ার কারণে দেরি হয়েছে। গত সপ্তাহে সিয়াম তাঁর প্রথম টিকা দিয়েছেন। সে হিসাবে আগামী মাসের আগে কোনোভাবেই গানের দৃশ্যধারণ করা সম্ভব নয়।

এ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শণা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।

এ দিকে ঈদুল ফিতর উপলক্ষে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম ২’ এবং এস এ অলিকের ‘গলুই’ মুক্তির কথা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত।


Leave a reply