Select Page

১১ মার্চ মুক্তি পাচ্ছে ‘শিমু’

১১ মার্চ মুক্তি পাচ্ছে ‘শিমু’

বিদেশে একাধিক স্বীকৃতি ও বাণিজ্যিক প্রদর্শনীর পর দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’। ‘শিমু’ নামের দেশের দর্শকেরা দেখতে পাবেন ১১ মার্চ থেকে।

এর আগে নাম বদলের বিষয়ে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, “শুরুতে ছবির নাম ‘শিমু’ই ছিল। ছবির মূল চরিত্র শিমু, তার জীবনসংগ্রামের গল্প। এ নামেই সেই সময় শুটিংয়ের অনুমোদন নেওয়া হয়েছিল। শুটিংয়ের পর আমাদের মনে হয়েছিল নামটা ‘মেড ইন বাংলাদেশ’ও হতে পারে। যে কারণে নামটি দেওয়া। এখন মত বদলেছে, দেশের দর্শক মূল নামেই সিনেমাটি দেখুক।”

ছবিটির মূল চরিত্রে আছেন রিকিতা নন্দিনী শিমু। আরো অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, মোমেনা চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, দীপান্বিতা মার্টিন, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা ও অতিথি চরিত্রে ভারতের সাহানা গোস্বামী, বাংলাদেশের নিমা রহমান।

দুই বছর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হয়েছিল রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’। এরপর বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পাঁচটি উৎসবে পুরস্কারজয়ী ছবিটি চলেছে ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালের ৬১টি প্রেক্ষাগৃহে।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে নির্মাণ করা হয়েছে এ ছবি।


মন্তব্য করুন