Select Page

কেন দেখবেন ‘স্বপ্নজাল’?

কেন দেখবেন ‘স্বপ্নজাল’?

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে শুক্রবার। পরী মনি ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে উত্তেজনার ভর করেছে।

ভালো সিনেমার খরার সময়ে ‘স্বপ্নজাল’ নিয়ে দর্শকের প্রত্যাশা থাকবে— এটাই স্বাভাবিক। এবার পাঁচ কারণ দেখানো যাক এর পক্ষে।

প্রথমত : ভালো সিনেমা। বাংলাদেশের দর্শক সুন্দর গল্প চায়। গত কয়েক বছরের খরার মাঝে যতগুলো সুন্দর গল্প ও নির্মাণের সিনেমা এসেছে— ব্যতিক্রম ছাড়াই দর্শক লুফে নিয়েছে। ‘স্বপ্নজাল’-এর ট্রেলার যে আভাস দেয়— তাতে ভালো গল্প ও নির্মাণের আভাস পাওয়া গেছে। বোঝা যায়, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উপকরণের কমতি নেই।

দ্বিতীয়ত : গিয়াস উদ্দিন সেলিম। নিঃসন্দেহে গুণী এ নির্মাতার বিরতি ইন্ডাস্ট্রির জন্য নেতিবাচক ব্যাপার ছিল। ‘মনপুরা’র স্মৃতি এখনো দর্শক ভুলেনি। যদিও এ সিনেমার মুক্তির এক দশক হতে চলেছে। সেলিমের প্রতি দর্শকের আস্থা আছে। আশা করা যায় তা বিফল যাবে না।

তৃতীয়ত : পরী মনি। এ নায়িকা আবির্ভাব থেকেই আলোচনায় আছেন। কিন্তু ভালো গল্প, পরিচালক বা নির্মাণের অভাবে তার প্রতিভা ও গ্ল্যামারের ব্যবহার হচ্ছিল না। পরী মনি ইতোমধ্যে জানিয়েছেন নিজেকে উজাড় করে অভিনয় করেছেন। পরিচালক তো ‘শাবানা’ হতে যাচ্ছেন— এমন ভবিষ্যদ্বানী করে ফেলেছেন। অন্যদিকে নবাগত ইয়াশ রোহানের সঙ্গে প্রকাশিত স্টিল বা ভিডিও ফ্রেশ রোমান্সের ইঙ্গিত দিচ্ছে। হয়তো ছবি মুক্তির পর ইয়াশও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন।

চতুর্থত : যৌথ প্রযোজনা। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনা ঢালিউডে আলোচনা-সমালোচনার বিষয়। এসব ছবি (ডুব ছাড়া) সাধারণত ভারতের প্রতিনিধিত্ব করে। ‘স্বপ্নজাল’-এ সেলিম বাংলাদেশের সামর্থ্য পুরোপুরি ব্যবহার করেছেন। গল্প, অভিনয়শিল্পী, লোকেশন বা কারিগরি দিক থেকে।

পঞ্চমত : গান। ‘মনপুরা’র গানে এখনো দর্শক-শ্রোতারা ভুলেননি। অথচ ‘স্বপ্নজাল’-এর গান একপ্রকার লুকিয়ে রেখেছেন নির্মাতা। এর মাঝেই প্রকাশ করেছেন ‘এমন করে বলছি’ শিরোনামের গান। যদিও এটি মাস অডিয়েন্সের গান নয়— দৃশ্যায়ন ও শ্রুতিমধুরতার জন্য মনোযোগ কেড়েছে। এ ছবিতেও আছে ‘যাও পাখি’-খ্যাত কৃষ্ণকলি ইসলামের গান। যা এখনো অপ্রকাশ্য।

সব মিলিয়ে বাংলাদেশের সমস্যাসংকুল ইন্ডাস্ট্রিতে ‘স্বপ্নজাল’কে ইতিবাচকভাবে দেখতে চান দর্শক। তাই যেন হয়।


মন্তব্য করুন