Select Page

কেমন সাড়া পেল গণ-অর্থায়ন

কেমন সাড়া পেল গণ-অর্থায়ন

abu-saied-1-thereport24

“ক্রাউড ফান্ডিং বা গণ-অর্থায়ন হচ্ছে ছবির অগ্রিম টিকিট কিনে নিয়ে ছবি নির্মাণে দর্শকদের অংশীদার হওয়া। এতে একজন বা দুজন প্রযোজকের বদলে হাজার হাজার মানুষ হন ছবির প্রযোজক। ‘সংযোগ’ পূর্ণাঙ্গ গণ-অর্থায়নের ছবি। এর আগেও বাংলাদেশে এ ধরনের অর্থায়নে ছবি হয়েছে। তবে সেটা আংশিক গণ-অর্থায়ন। গণ-অর্থায়নের কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। সেসব মেনেই আমি এগোচ্ছি। নব্বই দশক থেকে যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিতে ছবির জন্য অর্থায়ন শুরু হয়।”

পুরোপুরি গণ-অর্থায়নে সিনেমা নির্মাণে বাংলাদেশে নতুন ধারা তৈরি করতে যাচ্ছেন নন্দিত নির্মাতা আবু সাইয়ীদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম আলোকে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি।

এ পদ্ধতিতে সিনেমা নির্মাণ প্রসঙ্গে আবু সাইয়ীদ বলেন, ‘আমাদের ছবির বাজার এবং বাণিজ্যিক অবস্থা ভালো না। এই পদ্ধতিতে যদি কিছু ছবি তৈরি হয়, সেটা খারাপ হয় না। আমি কোনো ছবি দীর্ঘদিন ধরে করি না। তবে এটা নিয়ে ভেবেই পার করেছি পাঁচ বছর।’

তিনি জানান, ভালো সাড়াও পেয়েছেন— ‘জুন মাসে ফেসবুকে সংযোগ-এর একটা পাতা চালু করি। তখন থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে অনেকে ব্যাংক হিসাবে কিংবা হাতে হাতে টাকা দিয়েছেন। ছবির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, পঞ্চগড় থেকে ফোন এসেছে। তাঁদের আবেগ আমাকে অভিভূত করেছে।’

আবু সাইয়ীদ ৬ নভেম্বর সিনেমাটির অগ্রগতি তুলে ধরবেন সংবাদ সম্মেলনে।


মন্তব্য করুন