Select Page

কোথায় আছেন এক সময়ের পরিচিত মুখ সোহানা

কোথায় আছেন এক সময়ের পরিচিত মুখ সোহানা

অল্পকটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা। প্রধান চরিত্রে সুযোগ না মিললেও পরিচিতি পেয়েছিলেন নিয়মিত দর্শকদের কাছে। অভিনেতা ও প্রযোজক সোহেল রানা প্রযোজিত বেশিরভাগ সিনেমায় দেখা গেছে সোহানাকে। বিপরীতে ছিলেন রুবেল ও শাহীন আলমের মতো নায়করা। প্রায় তিন দশক ধরে পর্দার অন্তরালে রয়েছেন এ নায়িকা। সম্প্রতি তাকে নিয়ে খবর প্রকাশ করেছে যুগান্তর।

নাটক ও বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহানার বড় পর্দায় অভিষেক ঘটে সিবি জামান পরিচালিত ‘কুসুম কলি’ সিনেমার মাধ্যমে। এরপর কাজ করেন সোহেল রানার ‘ঘেরাও’ সিনেমায়। পরবর্তীতে ‘সন্ত্রাস’, ‘সতর্ক শয়তান’, ‘উত্থান পতন’, ‘ক্যারাটি মাস্টার’, ‘আতঙ্ক’, ‘চোখের পানি’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কাজ করেছেন জসীম অভিনীত ‘লাট সাহেব’ সিনেমায়। সালমান শাহের সঙ্গে ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় তাকে শেষবার দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মূলত অভিমানে সিনেমাঙ্গন থেকে বিদায় নিয়েছেন তিনি। আর সেই বিদায়ের মূল কারণ ‘ফিল্ম পলিটিক্স’। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

সোহানা জানিয়েছেন, অভিনয়ের দুনিয়ায় তার আর ফেরার ইচ্ছা নেই। ফিরবেনও না কোনোদিন। তবে সিনেমা দুনিয়ার কিছু মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সেটা সবসময় থাকবে সিনেমার ভুবনে।

সোহানা বলেন, ‘যখন শ্রদ্ধেয় পারভেজ ভাই (সোহেল রানা) আমাকে নিয়ে অনেক সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। তখন তার ওপর ভীষণ অভিমান হয়েছিল আমার। সেই অভিমান কিছুদিন আগে আমার ভাঙল। আমেরিকায় থাকি আমি। সেখান থেকে এসেই আমি তার সঙ্গে যোগাযোগ করি, দেখা করি। গল্প আড্ডায় সব ভুলে গিয়েছি। কারণ জীবন থেকে তো অনেক সময়ই চলে গেল। এখন বেশ ভালো আছি। কিন্তু আর কোনোদিন ভালো গল্পে কাজ করার সুযোগ থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছা নেই।’


Leave a reply