Select Page

গাফলতির কারণ জানতে চান আফজাল চৌধুরী

গাফলতির কারণ জানতে চান আফজাল চৌধুরী

afzal-chowduryশনিবার বিকেলে সুফিয়া কামাল গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ঢাকা ২০১৬ এর শুভ উদ্বোধন হয়। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা এবং বেলুন উত্তোলনের মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উৎসবের উদ্বোধন করেন।

ওই অনুষ্ঠানের নিজের ক্ষোভের কথা জানালেন ‘জীবন থেকে নেয়া’সহ বিখ্যাত অনেক সিনেমার চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী

উৎসব উদ্বোধনের পর গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে হীরালাল সেনের জীবনী ভিত্তিক অডিও ভিজ্যুয়াল ক্লিপ প্রদর্শিত হয়।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এ বছর হীরালাল স্মারক সম্মাননা পদক প্রদান করা হয় বিশিষ্ট চিত্রগ্রাহক জনাব আফজাল চৌধুরীকে।

এ সময় মিলনায়তনে উপবিষ্ট দর্শনার্থীরা আফজাল এইচ চৌধুরীকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। মঞ্চে এসে এই গুণী ব্যক্তিত্ব সম্মাননার জন্য উৎসব কমিটিকে ধন্যবাদ দেন। তিনি জানান, ৬৫ বছর চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন। বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হানের কালজয়ী সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক হয়েও জাতীয় চলচ্চিত্র কমিটি থেকে এখনো কোনো সম্মাননা পাননি।

মঞ্চে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আফজাল এইচ চৌধুরী জানতে চান, কোনো গাফলতির তাকে ইগনোর করা হচ্ছে কিনা! এ সময় মন্ত্রী লজ্জিত ভঙ্গিতে জিভে কামড় দিয়ে মাথা নাড়েন।


মন্তব্য করুন