গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ মন্দিরা, সঙ্গে একঝাঁক তারকা
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পাপ-পুণ্য ও গুণিন নামের দুই সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আর এবার শুরু করছেন বহুল প্রতীক্ষিত ‘কাজল রেখা’। ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে।
এরইমধ্যে প্রাক-প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা। শুটিংয়ের আগে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।
‘কাজল রেখা’ সিনেমায় কারা অভিনয় করছেন, অনুদান পাওয়ার পর থেকেই তা জানতে উদগ্রিব ছিলেন বাংলা সিনেমাপ্রেমীরা।
সোমবার দুপুরে নির্মাতা জানিয়েছেন, সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কাজল রেখা চরিত্রে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী, সুচ কুমার চরিত্রে শরীফুল রাজ। মন্দিরা ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। ইতিমধ্যে নাটকে অভিষেক হয়েছে তার। করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও।
মন্দিরা শান্ত–মারিয়ম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি জানান, প্রায় এক বছর ধরে চরিত্রটির ওপর গ্রুমিং করছেন। মাস দেড়েক আগে জেনেছেন কাজল রেখা তিনিই। তিনি বলেন, ‘একদিন হঠাৎ করেই সেলিম ভাই আমাকে বললেন, “তুমি কাজল রেখা চরিত্রটি করতে চলেছ।”
আরও অভিনয় করছেন জনপ্রিয় ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই। এর মধ্যে মিথিলা করবেন কঙ্কণা দাসীর চরিত্র।
ময়মনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ পালা থেকেই গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার গল্প।
সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন, ‘ওই সময় নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। এটাই আমার ছবির মূল গল্প। ছবির চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করছি আমি নিজেই।’
এর আগে ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা নিয়ে একাধিক সিনেমা হয়েছে ঢাকায়।