চতুর্থবারের মতো অনুদানের সিনেমায় পরী মনি
পরী মনি অভিনীত প্রথম অনুদানের সিনেমা ছিল ‘মহুয়া সুন্দরী’। সম্প্রতি অনেকটা অভিনয় করেছেন অনুদানের দুই ছবি ‘১৯৭১ সেই সব দিন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ দুই ছবি বাকি থাকতেই অনুদানের চতুর্থ সিনেমায় যুক্ত হলেন নায়িকা।
‘মুখোশ’ শিরোনামের এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার নির্মাতা ইফতেখার শুভ।
শুভ জানান, তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে তিনি ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রেখে তিনি এই সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘করোনার এই দুঃসময় শেষ হলে নভেম্বর বা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু করবো। সেই পরিকল্পনাই করেছি। সম্প্রতি নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে। বাকি শিল্পীদের নামও কিছুদিনের ভেতর চুড়ান্ত করা হবে।’সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘নির্মাতা ইফতেখার শুভর কাছ থেকে ছবির গল্প শুনে দারুণ ভালো লেগেছে। তাই একবাক্যে রাজি হয়েছি কাজটি করতে। সরকারি অনুদানের ছবি এটি। আশা করি ভালো কিছুই হবে।’
‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।
সব মিলিয়ে বর্তমানে নির্মাণ প্রক্রিয়ায় থাকা পরী মনির সব ছবিই অনুদানের!