Select Page

চম্পার জন্মদিন

চম্পার জন্মদিন

images৫ জানুয়ারী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা চম্পার জন্মদিন। গুণী এই অভিনেত্রীকে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

তিনি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও সুচন্দার বোন। চম্পা অভিনীত প্রথম ছবি প্রয়াত পরিচালক শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’। একশটির বেশি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। তার উল্লেখযোগ্য ছবি হচ্ছে পদ্মা নদীর মাঝি, লাল দরজা, টার্গেট ,তিনকন্যা, লটারী, বিরহ ব্যাথা ,নিষ্পাপ সহযাত্রী, ভেজা চোখ ,বাপ বেটা ৪২০, নীতিবান, কাশেম মালার প্রেম ,প্রেম দিওয়ানা, শঙ্খনীল কারাগার, আধিয়ার, অন্যজীবন, মনের মানুষ, ভেজাচোখ, সহযাত্রী, অবুঝ হৃদয়, চন্দ্রকথা, বাসনা, অন্ধ প্রেম,বানেছা পরী, যোগাযোগ, ত্যাগ, গর্জন ইত্যাদি। তিনি ‘অন্য জীবন’, ‘উত্তরের খেপ’, ‘শাস্তি’ এবং ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৩ সালে হাবিবুর রহমান হাবিব পরিচালিত ‘রূপগাওয়াল’ ছবিটি ছিলো এখনো পর্যন্ত চম্পা’র মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি।

বাণিজ্যিক ধারার সঙ্গে সঙ্গে সঙ্গে আফট্রাক ছবিতে অভিনয় করে তিনি বেশ সুনাম কামিয়েছেন। তিনি সত্যজিত রায়ের ছেলে সন্দ্বীপ রায়ের ‘টার্গেট’ সিনেমাতে এবং বুদ্ধদেব দাশ গুপ্তের ‘লালদরজা’সহ বাংলাদেশ ও ভারতের অনেকগুলো ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন।

 


মন্তব্য করুন