Select Page

চলচ্চিত্রের মানুষেরা কেন আকর্ষণ হারাচ্ছেন?

চলচ্চিত্রের মানুষেরা কেন আকর্ষণ হারাচ্ছেন?

সাধারণ মানুষের কাছে চলচ্চিত্র জগতের মানুষের আকর্ষণ হারাচ্ছেন। এ দাবি মাহিয়া মাহির। এর জন্য এ অঙ্গনের কতিপয়দের দায়ি করছেন তিনি।

সম্প্রতি মাহি ফেসবুক পোস্টে এবার চলচ্চিত্রের অভ্যন্তরের কিছু বিষয় তুলে ধরেন। তিনি লেখেন, ‘দেখে খুব কষ্ট হয়েছে আমার। অনেক পছন্দের মানুষরাও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন, কিন্তু পরিবারের অন্য সব সদস্যের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত। ঘৃণিত একজন টিআরপি লোভী।’

মাহি দাবি করেন, তারকালোকে পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের ছোট করছেন, সমালোচনা করছেন। যার ফলে সাধারণ মানুষের কাছে এই আকর্ষণীয় দুনিয়ার মানুষেরা আকর্ষণ হারাচ্ছেন, সম্মান হারাচ্ছেন।

আরও লেখেন, ‘শুনেছি পরিবারের সদস্যদের সম্মান নাকি পরিবারের মানুষেরাই রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেন বেশি। দোষ লুকান যাতে বাইরের মানুষ খারাপ না বলতে পারে।

আমরা যারা চলচ্চিত্র, টিভি মিডিয়া, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি… প্রচণ্ডভাবে বিশ্বাস করি, তারা সবাই একটা পরিবার। কেন যেন ইদানীং দেখছি আমাদের পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সম্মানহানি করছেন। সাধারণ মানুষজনের সামনে তাদের দোষ-ত্রুটি নিয়ে একটু বেশিই নাড়াচাড়া করছেন।’

নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি মাহি তার স্ট্যাটাসে।

সম্প্রতি শাপলা মিডিয়ার ১০০ সিনেমা নিয়ে শাকিব খান আপত্তিকর মন্তব্য করেছেন। আবার এ প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন নায়িকা। তবে এ বিষয়ে মন্তব্য কিনা জানা যায়নি। কারো কারো মতে, ক্রিকেটার নাসিরের বিয়ে বিতর্ক নিয়ে এ মন্তব্য।

বর্তমানে মাহির হাতে ডজনখানেক ছবি আছে। এখন করছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’। বিপরীতে আছেন শিপত্র মিত্র ও আদর আজাদ।


Leave a reply