Select Page

পুলিশ-র‌্যাবের পর আইসিটি বিভাগের সিনেমা বানাচ্ছেন দীপন

পুলিশ-র‌্যাবের পর আইসিটি বিভাগের সিনেমা বানাচ্ছেন দীপন

পুলিশ ও র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে দীপংকর দীপন নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’। এবার তিনি আইসিটি বিভাগের উদ্যোগে পরিচালনা করতে যাচ্ছেন ‘আন্তর্জাল’ নামের সিনেমা।

এক প্রতিবেদনে নিউজ বাংলা খবরটি প্রকাশ করে। সেখানে বলা হচ্ছে, শুক্রবার রাতে তেজগাঁওয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সিনেমাটির কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আইসিটি বিভাগের উদ্যোগে আমরা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি, যার পরিচালনা করবেন দীপংকর দীপন।’

একই সংবাদমাধ্যমকে দীপন জানান, সিনেমাটির শুটিং এপ্রিলে শুরু হবে।

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে গবেষণা করছি। আইসিটি বিভাগ আমাকে এই বিশাল সাইবার জগতে ঢুকতে সাহায্য করেছে। সিনেমার প্লট নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমাকে গবেষণা করতে সাহায্য করেছে।’

সিনেমার বিষয়বস্তু সম্পর্কে বলেন, ‘অনেক কিছুই থাকবে সিনেমায়। তবে গুরুত্ব পাবে হ্যাকিং ও বাংলাদেশের সঙ্গে বাইরের দেশগুলোর সাইবার যুদ্ধ।’

সিনেমায় কারা অভিনয় করবে সে ব্যাপারে কিছু জানাননি পরিচালক।

মাস কয়েক আগে দীপন ফেসবুকে জানিয়েছিলেন, অনেক দিন ধরে নতুন সিনেমা নিয়ে গবেষণা করছেন। যথা সময়ে বাকিটা জানাবেন।

দীপনের দ্বিতীয় ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ঈদুল আজহায়। কিছুদিন আগে টিজার মুক্তি পাওয়া ছবিটি এখন রয়েছে পোস্ট প্রডাকশনের টেবিলে।


মন্তব্য করুন