Select Page

চলচ্চিত্র ছাড়ছেন পূর্ণিমা

চলচ্চিত্র ছাড়ছেন পূর্ণিমা

58133_e1চলচ্চিত্র ছেড়ে তেয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা পূর্ণিমা। তবে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেন নি।

বিষয়টি সবাইকে খোলাসা করে না বললেও একজন সিনিয়র পরিচালক তার নতুন ছবির জন্য প্রস্তাব দিলে পূর্ণিমা সিনেমা জগত ছেড়ে দেয়ার কথা তাকে পরিষ্কার করেই জানিয়েছেন।

শুটিং চলা  ‘টু বি কন্টিনিউড’-এর কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে তিনি ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘টু বি কন্টিনিউড’ পরিচালনা করছেন ইফতেখার আহমেদ ফাহমির এই ছবিতে তার বিপরীতে আছেন গায়ক তাহসান

পূর্ণিমা অভিনীত দুটি ছবি এখন মুক্তির মিছিলে। ছবি দুটি হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি এফআই মানিক পরিচালিত ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’।

নব্বই দশকের শেষের দিকে ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন পূর্ণিমা।‘মনের মাঝে তুমি’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’ সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন তিনি।

কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সুত্র: মানবজমিন 


মন্তব্য করুন