Select Page

চারটি কারণে ‘দেবী’ দেখা উচিৎ

চারটি কারণে ‘দেবী’ দেখা উচিৎ

সিনেমার রিভিউ লেখা বন্ধ করে দিয়েছি। কারণ এক শ্রেণীর লোক আছেন, রিভিউ তাদের বিপক্ষে গেলে “হেটার” উপাধি দেন, আবার তাদের বিপক্ষ দলের পক্ষে গেলে “দালাল” উপাধি দেন। যাহোক, একজন সাধারণ দর্শক হিসেবে বলছি, নিম্নোক্ত ৪টি কারণে সকল শ্রেণীর দর্শকদের “দেবী” সিনেমাটি দেখা উচিৎ।

১. হুমায়ূন স্যারের “দেবী” উপন্যাসটি পড়ে থাকলেও সুবিন্যস্ত চিত্রনাট্য ও নির্মাণশৈলীর কারনে সিনেমাটি আপনাকে শেষ পর্যন্ত সিনেমা হলে বসে থাকতে বাধ্য করবে।

২. কোন চরিত্র বা দৃশ্যকে অপ্রয়োজনীয় বা বাড়তি মনে হয়নি। কেউই প্রয়োজনের বেশি বা কম অভিনয় করেননি। তবে জয়া আহসান সুনিপুণভাবে সবাইকে ছাড়িয়ে গেছেন।

৩. হলফ করে বলছি, চমৎকার সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও লাইটিং ম্যানেজমেন্টের কারনে বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক মানের হরর থ্রিল এই সিনেমায় উপভোগ করবেন।

৪. মাত্র ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই সিনেমাটি আপনার জন্য বড় মাপের একটি নতুন অভিজ্ঞতা হবে বলে গ্যারান্টি দিচ্ছি।


মন্তব্য করুন