Select Page

চৌষট্টি জেলায় ‘মৃত্তিকা মায়া’

চৌষট্টি জেলায় ‘মৃত্তিকা মায়া’

Mrittika-Maya_Poster_B-150x150মৃত্তিকা মায়া‘ নাট্যকার গাজী রাকায়েত পরিচালিত প্রথম চলচ্চিত্র। সম্প্রতি ছবিটি প্রদর্শিত হয়েছে রাজধানীর ব্লাকবাস্টার সিনেমাসে। দর্শকদের কাছে ছবিটি বেশ প্রশংসিতও হয়েছে। এবার তিনি চলচ্চিত্রটি দেশের চৌষষ্টি জেলায় প্রদর্শনের পরিকল্পনা নিয়েছেন। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, এর সাথে যুক্ত করেছেন চারটি দাবিও।

গাজী রাকায়েত বিএমডিবি-কে জানান প্রথম প্রদর্শনীর জন্য বেছে নিয়েছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়কে। এই চার তারিখে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

এর মাধ্যমে দেশব্যাপী চালু হতে যাচ্ছে ‘চার মাত্রিক সাংস্কৃতিক কর্মপ্রয়াস’ শীর্ষক এক কার্যক্রম। এই চারটি বিষয় হলো-

১. প্রতি জেলায় আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ নির্মাণ।

২. রমনা বটমূলের আদলে সারাদেশে বটমূল সংরক্ষণ। যেখানে রমনার মতো কার্যক্রম চলবে।

৩. শহীদ মিনারকেন্দ্রিক সামাজিক ও রাজনৈতিক চর্চা হোক সারাদেশে।

৪. প্রমিত বাংলা যেন পাঠ্যসূচিতে স্থান পায়।

রাকায়েতের মতে, এই দাবিগুলো পূরণ হলে বাংলাদেশের অনেক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যার সমাধান ঘটবে।


মন্তব্য করুন