ছিটকিনির পর কালো মেঘের ভেলায় রুনা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান গত বছর কাজ করেছিলেন সাজেদুল আউয়াল পরিচালিত অনুদানের চলচ্চিত্র ছিটকিনির প্রধান চরিত্রে। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। সরকারী অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের নাম কালো মেঘের ভেলা।
নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন কবিকন্যা মৃত্তিকা গুণ। রুনা খান অভিনয় করবেন রোজী নামের প্রধান চরিত্রে।
রাজিবুল ইসলামের ‘বালুঘড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় রুনা খান যাত্রা শুরু করেন ২০০৬ সালে। দুই বছর পর তিনি আশীষ খন্দকারের ‘বাথান’ ও রাজিবুল ইসলামের ‘উনাদিত্য’ ছবিতে অভিনয় করেন। তারপরে প্রায় ছয় বছর বিরতির পরে ‘ছিটকিনি’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে ফিরেন রুনা খান। ময়মুনা নামের এক পাথরশ্রমিকের জীবন-সংগ্রাম ঘিরে আবর্তিত ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠুসহ একদল মঞ্চকর্মী। পঞ্চগড় ও ময়মনসিংহে ছবিটির শ্যুটিং হয়েছিল।