জন্মদিনে ঘোষণা : ‘শেষের কবিতা’র লাবণ্য পরী মনি
# অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকা পরী মনি
# তাকে দেখা যাবে কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’র লাবণ্য চরিত্রে
# পরী বলেন, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
# পরিচালনা করবেন হিমেল আশরাফ, নায়ক নেওয়া হবে কলকাতা থেকে
# সিনেমা নয়, ওয়েব সিরিজ আকারো পর্দায় আসবে উপন্যাসটি
# সিরিজটি প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে।
গতকাল ছিল পরী মনির জন্মদিন। ওইদিন রাতে সোনারগাঁও হোটেলে নিজের জন্মদিনের পার্টিতে নতুন খবর জানালেন পরী মনি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতোদিন অপেক্ষা করছিলাম।
এর আগে অনেকবারই কবিগুরুর প্রতি মুগ্ধা প্রকাশ করেছিলেন নায়িকা। রবী ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ এবার আসছে ওয়েব সিরিজে। সেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন পরী মনি।
তিনি বলেন, ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘শেষের কবিতা’ নির্মাণ করবেন হিমেল আশরাফ।
পরিচালক বলেন, ‘শেষের কবিতা’ যখন নির্মাণের পরিকল্পনা করি তখন প্রথমেই মাথায় আসে লাবণ্য চরিত্রটি করবেন কে! তখনই মনে হলো বাংলাদেশ থেকে লাবণ্য চরিত্রের জন্য পরী মনিই যোগ্য। তবে অমিত চরিত্রে অভিনয় করবেন কলকাতার কোনো অভিনেতা।
‘শেষের কবিতা’র নাট্যরূপ দিচ্ছেন মুহতাবা বৃত্তা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘শেষের কবিতা’র শুটিং। শেষ অংশের শুটিং হবে কলকাতায়।
ওয়েব সিরিজে ৮ পর্বে নির্মিত হবে ‘শেষের কবিতা’। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট। ২০১৯ সালে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ হবে।
সূত্র : চ্যানেল আই অনলাইন