Select Page

জাজের বাইরে জলি

জাজের বাইরে জলি

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পরপর তিন সিনেমায় অভিনয় করেছেন জলি। এবার তাকে নামি ওই প্রতিষ্ঠানের বাইরের ছবিতে দেখা যাবে। বিপরীতে আছেন বাপ্পি। বেলাল খান পরিচালিত ‘ডেঞ্জারজোন’ নামের ছবিটির মহরত হবে ২৮ মার্চ। খবর এনটিভি অনলাইন।

এ বিষয়ে জলি বলেন, ‘আমি এই প্রথম জাজ মাল্টিমিডিয়ার বাইরে কোনো ছবিতে কাজ শুরু করছি। আমার কাছে ভালো লাগছে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। প্রথমে একটু ভয় কাজ করছিল, কারণ আমি এতদিন জাজের ছবিতে কাজ করেছি, তারাই আমাকে চলচ্চিত্রে এনেছেন। এই প্রতিষ্ঠান আমার কাছে পরিবারের মতো। আমার কাছে মনে হলো আমি বোধহয় পরিবারের বাইরে কোনো ছবিতে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘এরপরও একটু সাহস পেয়েছি কারণ আমি নায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করছি। তিনিও জাজের সৃষ্টি। যেহেতু আমরা দুজন একই প্রতিষ্ঠানের হাত ধরে চলচ্চিত্রে এসেছি, তাই তিনিও আমাদের পরিবারে একজন। বাপ্পি আমার পছন্দের একজন অভিনেতা, ওনার সঙ্গে এই প্রথম আমি কাজ করব। আপনারা দোয়া করবেন।’

এদিক শাহরিয়াজ ও জলি জুটির প্রথম ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পায় ১০ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন জলি।


মন্তব্য করুন