জেনে নিন ‘দেবী’ মুক্তির তারিখ
আজ থেকে ঠিক ৯৮ দিন পর অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তি পাবে ‘দেবী’। সরকারি অনুদানের তৈরি করেছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। তিনি অভিনয়ও করেছেন। পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
হুেমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র ‘মিসির আলি’কে নিয়ে উপন্যাস ‘দেবী’। এবারই প্রথম এই চরিত্র নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আজ তার জন্মদিন।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে ফেসবুকে এক ভিডিও বার্তা দেন। এখানে তিনি ‘দেবী’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন। বললেন, ‘জন্মদিনে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার।’
ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী বলেছেন, ‘যারা হুকমায়ূন আহমেদকে পছন্দ করেন, তারা মিসির আলিকেও পছন্দ করেন। এই প্রথম বড় পর্দায় আসছে মিসির আলি। রোজার ঈদের পরপরই রিলিজ হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে না। কোরবানির ঈদের পর, আজ থেকে ঠিক ৯৮ দিন পর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। আপনারা সবাই “দেবী”দেখতে আসবেন। আমার কাছে আপনাদের যেমন চাওয়া বড় বড় কাজ, আপনাদের কাছেও আমার অনেক চাওয়া আছে। আমাদের কাজগুলো আপনারা এসে দেখবেন। শিল্প কিন্তু এমনি এমনি বাঁচে না, শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। দর্শক আপনারা হচ্ছেন আমাদের শিল্পের পৃষ্ঠপোষক। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা হলে এসে “দেবী” দেখবেন।’
চঞ্চল চৌধুরী আরো বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটাই করতে হবে।’
‘দেবী’তে আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।