Select Page

পিছু হঠল ভারতীয় দুই সিনেমা

পিছু হঠল ভারতীয় দুই সিনেমা

আদালতের নির্দেশনার কারণে পিছু হঠতে হলো ভারতীয় দুই সিনেমা ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান দ্য সেভিয়র’কে। জানা গেছে, ঈদুল ফিতরের পর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির চেষ্টা করবে না আমদানিকারক প্রতিষ্ঠান।

নিপা এন্টারপ্রাইজের এক রিটের জেরে আদালত দেশীয় উৎসবে বিদেশি সিনেমা মুক্তি না দেওয়ার আদেশ দেয়। এর সঙ্গে অন্তর্ভুক্ত ছিল যৌথ প্রযোজনার সিনেমাও। কিন্তু আপিল বিভাগে ওই আদেশ শুধু বিদেশি সিনেমার উপর প্রযোজ্য রাখা হয়।

শোনা যাচ্ছে, সিনেমা দুটি নির্ধারিত সময়ে ভারতে মুক্তি পাবে। তার এক বা দুই সপ্তাহ পর বাংলাদেশে মুক্তির চেষ্টা চালানো হচ্ছে।

তবে প্রথমদিকে যৌথ প্রযোজনা হিসেবে সিনেমা দুটির অনুমতি পাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু দুটি সিনেমাই শুটিং শেষ হওয়ার পরই এই প্রক্রিয়া মধ্যে যায়। যা অনেকটা প্রতারণার সামিল। তাই নিজেরাই পিছু হঠে। এর মধ্যে ‘ভাইজান এলো রে’কে এসকে মুভিজের বাংলাদেশি সংস্করণ এসকে ইন্টারন্যাশনালের প্রযোজনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। সে চেষ্টাও ব্যর্থ হয় কারণ সিনেমাটি অনুমতি চাওয়ার আগেই নির্মিত হয়েছে।

এখন ঈদুল ফিতরের পরে মুক্তি দেওয়া ছাড়া কোনো উপায় দেখছে না প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এ দেশীয় সহযোগীরা।

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’তে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার।

অন্যদিকে রাজা চন্দের ‘সুলতান দ্য সেভিয়র’-এ অভিনয় করেছেন জিৎ ও বিদ্যা সিনহা মিম। প্রযোজনা করেছে জিৎস ফিল্মওয়ার্কস, সুরিন্দার ফিল্মস ও জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন