Select Page

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার উদ্বোধন

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার উদ্বোধন

61133_e1অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার উদ্বোধন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল সকালে  এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করলেই হবে না, সারাদেশের প্রেক্ষাগৃহগুলোকেও ডিজিটাল করতে হবে। এছাড়া তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার কথা বলেন।

 

সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক  রাজ্জাক। বক্তব্য দেন  চলচ্চিত্রকার আজিজুর রহমান ও সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মশালার আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

৮৫ জন পরিচালক এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় থাকছে ক্যামেরা, সম্পাদনার ওপর আলোচনা। কর্মশালার আলোচকদের মধ্যে রয়েছেন অ্যারি এলেক্সা, সাজিদ হোসেন চৌধুরী, আবদুল আজিজ ও গোলাম রাব্বানী বিপ্লব।

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার পৃষ্ঠপোষকতায় রয়েছে দি রেইন পিকচার্স।

সুত্র: মানবজমিন


Leave a reply