Select Page

রাজ্জাকের ‘আয়না কাহিনী’

রাজ্জাকের ‘আয়না কাহিনী’

60992_e1নায়করাজ রাজ্জাক দর্শকদের সামনে হাজির হচ্ছেন তার পরিচালিত চলচ্চিত্র ‘আয়না কাহিনী’ নিয়ে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে।

‘আয়না কাহিনী’ নির্মিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘আয়না কাহিনী’ নিয়ে।

যৌতুকবিরোধী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কেয়া সম্রাট

কাহিনী সংক্ষেপ: আয়না গ্রামের একজন সৎ নীতিবান স্কুল শিক্ষকের মেয়ে। প্রেম করে গ্রামের এক প্রভাবশালী যুবকের সঙ্গে। কিন্তু যুবক তাকে বিয়ে করতে অস্বীকার জানালে সে রাতের অন্ধকারে আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে তাকে রক্ষা করে সম্রাট। জানতে চায় আত্মহত্যার কারণ। শুনে পরামর্শ দেয়, প্রতিবাদ স্বরূপ প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ধর্মঘট করার। আয়না পরামর্শ মেনে নিয়ে শুরু করে অবস্থান ধর্মঘট। সেখানে সম্রাটও উপস্থিত হয়। এর মধ্যে সম্রাটের সততা আর ব্যক্তিত্ব দেখে আয়না দুর্বল হয়ে পড়ে সম্রাটের প্রতি। গল্প মোড় নেয় অন্যদিকে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন