ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘নীল মুকুট’
গত বছর বড়পর্দায় মুক্তির কথা ছিল কামার আহমাদ সাইমন পরিচালিত ‘নীল মুকুট’-এর। কিন্তু করোনায় ভেস্তে যায় ‘শুনতে কি পাও?’ নির্মাতার পরিকল্পনা। নতুন খবর হলো, আগস্টে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ডকুফিকশন ফিল্মটি। খবর প্রথম আলো।
‘নীল মুকুট’ নিয়ে সাইমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসবে নয়, এ চলচ্চিত্র সবার আগে দেখবেন বাংলাদেশের দর্শক। তাই প্রেক্ষাগৃহে আকালে নতুন মাধ্যমকে বেছে নিলেন কামার।
নীল মুকুট নিয়ে কামার আহমাদ সাইমন বলেন, ‘নীল যদি ব্যথার রং হয় আর মুকুট যদি হয় ক্ষমতার পরিচয়, নীল মুকুট সেই অর্থে অন্য রকম একটা ছবি। প্লেনে একবার এক দূরদেশ যাত্রায় একটা কান্না শুনে মন খুব খারাপ হয়েছিল, কান্নাটা খুব ভাবিয়েছিল। সেই ভাবনার মুহূর্তটাকে ফ্রেমে আনার চেষ্টাই নীল মুকুট। এখানে কোনো বিরাট ঘটনা নেই। শুনতে কি পাও!-এ যেমন দর্শকের জন্য একটা আখ্যান আছে, এখানে সেটাও নেই। তবু এ ছবি বানাতে প্রায় অর্ধেক পৃথিবী দূরের একটা দেশে যেতে হয়েছিল।’
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা সামনে রেখে তারা যাত্রা শুরু করবে। আর এমন মুহূর্তেই চরকি থেকে এল নীল মুকুট মুক্তির ঘোষণা। ছবিটি নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘নীল মুকুট-এর মুক্তির জটিলতা নিরসনে চরকি এগিয়ে এসেছে। আগামী দিনে ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র মুক্তির এই অগ্রযাত্রায় আমরা নির্মাতা আর দর্শকের সেতুবন্ধ হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করতে চাই।’
কামার বলেন, ‘ছবি মুক্তি দেওয়ার জন্য তো এখন বিশ্বব্যাপী অনেক প্ল্যাটফর্ম। কিন্তু চরকির প্রতি আমার দুর্বলতা আছে দুটি কারণে। একটি হলো চরকি যে প্রতিশ্রুতি নিয়ে আসছে, তা আমাদের খুব অনুপ্রাণিত করেছে, আশা জাগাচ্ছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে চরকির সঙ্গে যে মানুষগুলো আছে, তাদের আমি যতটুকু চিনি, তা থেকে বলতে পারি, বাংলাদেশের সিনেজগতের চিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই প্ল্যাটফর্ম।’