Select Page

ডিসেম্বরে ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’

ডিসেম্বরে ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’

kamar-home

অনলাইন ফোরাম ‘ফিল্মী-বাহাস’ এর উদ্যোগে ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’ সিরিজের দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরে। এবার আমন্ত্রণ জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে ‘পাম-দ্য-অর’ মনোনীত ও লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লেপার্ড’ বিজয়ী ফরাসী চলচ্চিত্র নির্মাতা ক্লেয়ার ডেনিকে।

দুই দিনব্যাপী ছবির প্রদর্শনী, আলোচনা, আড্ডায় ক্লেয়ার ডেনির সাথে মূল বাহাস পরিচালনা করবেন প্যারিসে ‘গ্রাপ্রি’ ও মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ বিজয়ী বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমন।

বর্তমানে ফরাসী সিনেমার সবচাইতে গুরুত্বপূর্ণ ওঁতর নির্মাতা হিসাবে বিবেচিত ডেনির জন্ম প্যারিসে, বেড়ে উঠেছেন আফ্রিকার ফরাসী উপনিবেশে। এর একটা বড় প্রভাব পরেছে তার কাজে, তার ছবিতে তাই উপনিবেশবাদ ও উপনিবেশোত্তর আফ্রিকা ফিরে এসেছে বারবার। এর আগে বার্লিন-নিবাসী রুশ চলচ্চিত্র নির্মাতা ভিক্টর কসাকভস্কি এসেছিলেন ফিল্মী-বাহাসের ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’ সিরিজের প্রথম আয়োজনে। ঢাকাস্থ ফরাসী দূতাবাস এবং সূচনা প্রযোজনার উদ্যোগে, ইন্সস্টিটিউট ফ্রান্সিস, ইউনিফ্রান্স ফিল্মস এবং আমেরিকান ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইউবি) এর সহযোগিতায় ডেনি আসছেন ঢাকায়।

চলচ্চিত্র পিপাসু নতুন প্রজন্মের কাছে চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন ভাষার উপস্থাপনাই এই আয়োজনের উদ্দেশ্য। কামার আহমাদ সাইমন তার প্রতিক্রিয়ায় বলেন, ‌‘সারা বিশ্বে যেখানে নিত্য নতুন বহুরৈখিক ধারায় শিল্প চর্চা চলছে, মূল-ধারা বিকল্প-ধারা সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, আমরা সেখানে চলচ্চিত্রের মত সর্বাধুনিক একটা মাধ্যমকে এখনো শুধু মুনাফার অংকেই বিচার করছি। এই ধারনা বেশিদিন টিকবে না, এই বিশ্বায়িত জগতে নিজের কথা বলতে গেলে তাই অন্যের ভাষাও জানতে হবে’।

মাস্টার্স ক্লাসে অংশগ্রহণে আগ্রহীদের facebook.com/Filmy.Bahas পাতায় গিয়ে নিবন্ধিত হতে হবে ২২শে নভেম্বরের মধ্যে। আসন সীমাবদ্ধতার জন্য আগ্রহীদের থেকে শুধুমাত্র বাছাইকৃতরাই সুযোগ পাবেন চলচ্চিত্র বিষয়ক ভিন্নধর্মী এই আয়োজনে। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে দু’দিনব্যপী এই আসর বসবে ডিসেম্বর ৮ এবং ৯ তারিখে, সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী বাহাসের অংশ হিসাবে ক্লেয়ার ডেনির ছয়টি ছবি প্রদর্শিত হওয়ার কথা আছে।


মন্তব্য করুন