Select Page

ডেডবডি/ কয়টা টিকিট বিক্রি হয়েছে বললে নির্মাতা লজ্জা পাবেন

ডেডবডি/ কয়টা টিকিট বিক্রি হয়েছে বললে নির্মাতা লজ্জা পাবেন

চতুর্থ সপ্তাহে ঈদের সিনেমার শো না রেখে বিতর্কে পড়েছিল স্টার সিনেপ্লেক্স। সে পরিস্থিতি সামাল দিতে না দিতেই এ মাল্টিপ্লেক্স চেইন থেকে শো তুলে নেন বদরুল আনাম সৌদ তার ‘শ্যামাকাব্য’র। এরপর একই সপ্তাহে মুক্তি পাওয়া মো. ইকবাল পরিচালত ‘ডেডবডি’ সরিয়ে দেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। অবশ্য এ ক্ষেত্রে ইকবাল প্রতিবাদে কাউকে পাশে পাননি, তবে শোনা যাচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য।

৩ মে সারা দেশে মুক্তি পেয়েছে এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখার সনি স্কয়ারে ছবিটি প্রদর্শিত হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ৬ মে ছবিটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে নির্মাতা ও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে।

এমডি ইকবাল বলেন, ‘সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমার সঙ্গে অপেশাদার আচরণ করেছে। তারা এমন একটি শাখায় ছবিটি প্রদর্শন করার সুযোগ দিয়েছে, যেখানে টিকিটের দাম অনেক বেশি এবং দর্শক কম যায়। বাধ্য হয়ে ছবিটি নামিয়ে নিয়েছি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করব। শুধু আমার সঙ্গে নয়, আরো অনেক পরিচালকের সঙ্গে এমন আচরণ করে তারা। এটা বাংলা সিনেমার জন্য হুমকি।’

তবে ইকবালের অভিযোগ নিয়ে কথা বলেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি আমরাই নামিয়ে দিয়েছি। মুক্তির তিন দিনের মাথায় কয়টা টিকিট বিক্রি হয়েছে সেটা বললে নির্মাতা লজ্জা পাবেন। আমরা কাউকে ছোট করতে চাই না। শুধু বলব, ভালো ছবি নির্মাণ করেন। সিনেপ্লেক্স সব সময় আপনাদের সঙ্গে থাকবে। ছবি ভালো হলে আমরা সব সময় সাপোর্ট করি। আগামী দিনেও করব।’

৩০ বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ডেডবডি’ সিনেমাতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়। এত জনপ্রিয় মুখ সত্ত্বেও ইকবালের উদ্ভট কথাবার্তা ও মুক্তির পর নেগেটিভ রিভিউ সিনেমাটিকে বাঁচাতে পারেনি।

যদিও সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। মুক্তির আগে প্রচারণায় তাকে বলতে শোনা গেছে, ‘ডেডবডি’ দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর সিনেমা বানাবেন না!

এর আগে ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে আসেন মো. ইকবাল।

এক সময় শাকিব খান ঘনিষ্ট বলে পরিচিতি থাকলেও এখন দুজনের সে সম্পর্ক নেই। বরং সুযোগ পেলেই শাকিবকে আক্রমণ করেন তিনি। সাম্প্রতিক বছরে অনন্ত জলিলের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। তাদের সর্বশেষ সিনেমা ছিল ‘কিল হিম’। সে ছবিও তুমুলভাবে ব্যর্থ।


Leave a reply