Select Page

তাঁতশিল্পের লড়াই নিয়ে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

তাঁতশিল্পের লড়াই নিয়ে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-এ চা শ্রমিক চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবার একই পরিচালকের ‘লাল শাড়ি’ ছবিরও নায়িকা তিনি। তবে এবার সরকারি অনুদানের পাশাপাশি সহপ্রযোজক হচ্ছেন এ নায়িকা।

তিন বছর আগে প্রযোজক সমিতির সদস্য হয়েছিলেন অপু বিশ্বাস। ‘অপু জয় চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবার সরকারি অনুদানের জন্য ‘লাল শাড়ি’ নামে একটি ছবির পাণ্ডুলিপি জমা দিয়েছিলেন।

সম্প্রতি ছবিটি ৬৫ লাখ টাকা অনুদানের জন্য মনোনীত হয়েছে। এর পর থেকেই পরিচালক বন্ধন বিশ্বাসকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছবির প্রি-প্রডাকশন ও শুটিংয়ের পরিকল্পনা নিয়ে।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস নিজেই। তবে অন্যান্য চরিত্রে কাকে কাকে নেবেন নিজের প্রথম প্রযোজিত ছবিতে, সেটা নিয়ে রয়েছেন দ্বিধায়।

অপু কালের কণ্ঠকে বলেন, ‘দেড় যুগ ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সবাই কাছের মানুষ। বিভিন্ন চরিত্রে অনেক অভিনয়শিল্পী দরকার। কিন্তু কাকে রেখে কাকে বলব, কে আবার অভিমান করবে, সেটা নিয়েও ভাবতে হচ্ছে। শুরুতে আমরা ভেবেছিলাম ছবিটি হয়তো ৮০-৯০ লাখ টাকার মধ্যে নির্মাণ করা সম্ভব হবে। এখন প্রি-প্রডাকশনে বসে চোখ কপালে। অনুদান পাওয়া টাকার সমপরিমাণ টাকা আমাকেই জোগাতে হবে। তবে আগেই বলেছি, এটা আমার প্রডাকশনের প্রথম ছবি। তাই কোনো ধরনের ছাড় দিতে চাই না।’

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, “এত দিন অপু দিদিকে সবাই গ্লামারাস চরিত্রেই বেশি দেখেছে। আমার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ছায়াবৃক্ষ’তে দর্শক তাঁকে প্রথমবার সাদামাটা লুকে দেখবে। ‘লাল শাড়ি’তেও অপু দিদিকে পাওয়া যাবে নতুন এক অবতারে, এখানে তিনি করবেন এক প্রতিবাদী তাঁতির চরিত্র। মধ্যস্বত্বভোগীদের কাছে ঠকতে ঠকতে তিনি প্রতিবাদী হয়ে উঠবেন। তাঁর নেতৃত্বে তাঁতশিল্পে বড় পরিবর্তন আসবে।”

‘লাল শাড়ি’র গল্প লিখেছেন ড. তানভীর আহমেদ সিডনি। ১ সেপ্টেম্বর থেকে পাবনা ও সিরাজগঞ্জে ছবিটির শুটিং শুরু হবে, জানিয়েছেন পরিচালক।


মন্তব্য করুন