Select Page

তৃতীয় সিনেমায় ‘আহা’ নির্মাতা

তৃতীয় সিনেমায় ‘আহা’ নির্মাতা

enamul-karim-nirjhar২০০৭ সালে মুক্তি পায় এনামুল করিম নির্ঝরের আলোচিত সিনেমা ‘আহা’। এর পরপর নির্মাণ করেন ‘নমুনা’। কিন্তু সেন্সরের আপত্তিতে আটকে আছে সরকারি অনুদানের সিনেমাটি। এবার লম্বা বিরতির পর নির্ঝর ফিরছেন নির্মাণে।

শিগগিরই তিনি শুরু করছেন তার নতুন ছবি ‘এবি সিনড্রোম’র কাজ। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, নতুন ছবিতে মোট ১৮টি গান থাকছে। যার সবই লিখেছেন নির্মাতা নিজে। ছবির জন্য গাইবেন মাজিদ মাজিদির আলোচিত ছবি ‘মুহাম্মাদ: দ্য ম্যাসেঞ্জার অব গড’-এর ভারতীয় গায়িকা নিকিতা গান্ধী। আরও গাইবেন ভারতের অর্ক মুখার্জি ও শোভন গাঙ্গুলি।

নির্ঝরের প্রথম ছবি ‘আহা!’র মতোই সংগীত পরিচালক থাকছেন ভারতের দেবজ্যোতি মিশ্র। ছবিটি সম্পর্কে ভারতীয় ওই সংবাদ মাধ্যমে দেবজ্যোতি মিশ্র বলেন, নির্ঝরের সঙ্গে প্রথম যখন ছবিটির গল্প নিয়ে আলোচনা হয় তখন থেকেই আমি বেশ উচ্ছ্বসিত।

ছবিটি নিয়ে পরিচালক এনামুল করিম নির্ঝর মানবজমিনকে বলেন, তরুণদের নিয়ে ছবিটি তৈরি করব। এক কথায় কিছু স্বপ্নবাজ তরুণ যারা কমার্শিয়াল ও সৃষ্টিশীল ছবির যুদ্ধে আক্রান্ত। ছবিটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘এবি সিনড্রোম’। আর বাংলা নামটি শিগগিরই জানানো হবে। এ ছবির গল্পটি আমার নিজের লেখা। ছবিতে কারা অভিনয় করবে সেটিও শিগগিরই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

 


মন্তব্য করুন