Select Page

দামাল: ইমপ্রেস টেলিফিল্মের ছবির এত প্রচারণা?

দামাল: ইমপ্রেস টেলিফিল্মের ছবির এত প্রচারণা?

রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। একই সময়ে কিছু হলে চলবে তার আগের ছবি ‘পরাণ’, যা ইতিমধ্যে ব্লকবাস্টার।

স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ঘটনা ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘‌‌দামাল’। এ সিনেমার প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটি নিয়ে সাধারণ অভিযোগ হলো, তারা বড়পর্দার জন্য সিনেমা তৈরি করে না, তাদের মূল লক্ষ্য চ্যানেল আই বা ইউটিউবে প্রচার। কিন্তু ‘দামাল’-এর প্রচারে ব্যতিক্রমী নজির দেখা গেল। অভিনব পন্থায় এ ছবির প্রচার চলছে। ইতিমধ্যে ’২৫ লাখ টাকা’ খরচে মিউজিক ভিডিও-ও তৈরি হয়েছে।

এমনকি ইমপ্রেসের মালিকানাধীন নয় একটি স্পোর্টস চ্যানেল যুক্ত হয়েছে এর সঙ্গে। তাদের ব্যবস্থাপনায় আয়োজন হয়েছে ফুটবল ম্যাচের। সব মিলিয়ে ‘দামাল’-এর প্রচারণার চেয়ে অবাক করা বিষয়, ইমপ্রেস ছবি এত হাইপ তুলল কেন!

এর পেছনে অন্য একটি কথা শোনা যাচ্ছে। যাকে প্রচার-প্রচারণার মূল কারণ ধরা হচ্ছে। গুঞ্জন রয়েছে, ৩৫ লাখ টাকার বিনিময়ে ইমপ্রেস টেলিফিল্মের কাছে ‘দামাল’র হল রাইটস কিনেছেন পরিচালক রাফী এবং তিন তারকা সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। অর্থাৎ ‘দামাল’ মুক্তির পর সিনেমা হল থেকে সব টাকা পাবেন তারা। এ কারণে নাকি রেকর্ডভাঙ্গা প্রচারণা। তবে ‘পরাণ’ দিয়ে ফর্মে থাকা রাফী ছবির স্বত্ব কেন ইমপ্রেস ছেড়ে দেবে, সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। দেখা যাক কেউ বিষয়টি পরিষ্কার করে কিনা!

ইমপ্রেসের অন্যতম কারিগর ফরিদুর রেজার সাগরের মূল গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। এতে আরো অভিনয় করেছেন শাহনাজ সুমী, ইন্তেখাব দিনার, সুমিত, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।


মন্তব্য করুন