Select Page

দীর্ঘ প্রতীক্ষা শেষে মুক্তি পাচ্ছে ‘মাটির প্রজার দেশে’

দীর্ঘ প্রতীক্ষা শেষে মুক্তি পাচ্ছে ‘মাটির প্রজার দেশে’

অবশেষ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মাটির প্রজার দেশে’ তথা ‘কিংডম অব ক্লে সাবজেক্টস’। এর আগে বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

অবশ্য বছরখানেক আগে ঢাকার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের কথা থাকলেও কারিগরি অব্যবস্থাপনার কারণে নির্মাতা সরে আসেন।

‘মাটির প্রজার দেশে’ পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। গুপী বাঘা প্রডাকশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান।

প্রযোজনা সূত্রে জানা যায়, ২৩ মার্চ বাংলাদেশে মুক্তি পাবে ‘মাটির প্রজার দেশে’। এরপর ৫ মে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে।

‘মাটির প্রজার দেশে’তে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আবদুল্লাহ রানা, কচি খন্দকার, মাহমুদুর রহমান অনিন্দ্য, চিন্ময় গুপ্তা, রমিজ রাজু, মাহফুজা বেগম রুমা প্রমুখ।

যুক্তরাষ্ট্রের সিয়াটল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, শিকাগোর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালির কারাওয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্দোনেশিয়ার রয়্যাল বালি ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশকিছু আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে ‘মাটির প্রজার দেশেদ। এর মধ্যে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক পছন্দে সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জেতে।


মন্তব্য করুন