দেবের ‘ককপিট’ও হয়ে গেল যৌথ প্রযোজনার!
কলকাতার দেব অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘ককপিট’। মাস দুয়েক ধরে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে।কিছুদিন আগে শুটিং ফ্লোরেও গেছে। এ কথা ঢাকার অনেক দর্শকই জানেন। কিন্তু জানতেন না এটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এবার তা-ই শোনা গেল।
প্রধান তিন চরিত্রে আছেন দেব, কোয়েল মল্লিক ও রুক্মিণী মৈত্র। তাদের সাথে বিমালবালার ভূমিকায় যুক্ত হচ্ছেন ‘ধেৎতেরিকি’র মাধ্যমে অভিষেক হওয়া নায়িকা হুমায়রা ফারিন খান।
তিনি মানবজমিনকে বলেন, কিছুদিন আগে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ককপিট’ নামে একটি ছবির জন্য ভারতে লুকটেস্ট দিয়ে এসেছিলাম। এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে আমাকে। দেব দার এই নতুন প্রোডাকশনে শিগগিরই কাজ করতে যাচ্ছি আমি। এ ছবির কাহিনীটি পুরো একটি প্লেনের ভেতর। আর ছবিতে দেবকে একজন পাইলট এবং আমাকে বিমানবালার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। কমলেশ্বর মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করবেন। ছবির কাহিনী রোমান্টিক না। গল্পভিত্তিক এই ছবিতে আমাকে দর্শক পছন্দ করবেন বলে আশা করছি।
সম্প্রতি বাংলাদেশের নামমাত্র শিল্পী নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তার পালেই হাওয়া লাগাবে ‘ককপিট’। এমনটিই অনুমান করা যাচ্ছে।