Select Page

পাওয়া গেল ‘সুজন সখী’র প্রিন্ট

পাওয়া গেল ‘সুজন সখী’র প্রিন্ট

১৯৭৫ সালের ১০ অক্টোবর মুক্তি পায় প্রমোদকর গোষ্ঠির ‘সুজন সখী’। দারুণ ব্যবসাসফল এই ছবির প্রিন্টগুলো মুক্তির ১৫ বছর পর ১৯৯০ সালে বিক্রি করে দেন খান আতাউর রহমানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার সৌমেন বাবু।

তাঁর কাছ থেকে কিনে নেন প্রদর্শক সমিতির মিয়া আলাউদ্দিন। কিছুদিন পর তিনিও মধুমিতা মুভিজের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের কাছে বেটাকম ক্যাসেটে বিক্রি করেন। এরপর আর পাওয়া যাচ্ছিল না ‘সুজন সখী’র কোনো সেলুলয়েড প্রিন্ট। ২৭ বছর ধরে ফিল্ম আর্কাইভ ছবিটির অন্তত একটি প্রিন্ট উদ্ধারের চেষ্টা করে আসছিল।

অবশেষে বাংলাদেশ ফিল্ম বাংলাদেশের সংগ্রাহক মো. ফকরুল আলম ১১ জুন মগবাজারের একটি বাসা থেকে ‘সুজন সখী’র সাদা-কালো একটি প্রিন্ট উদ্ধার করেছেন। ফারুক, কবরী, আনোয়ার হোসেন, রওশন জামিল, খান আতা, টেলি সামাদ অভিনীত ছবিটি এখন থেকে ফিল্ম আর্কাইভে পাওয়া যাবে বলে জানান ফকরুল আলম।


মন্তব্য করুন