দেশ-বিদেশে টানা ১৫৪ দিন : নতুন রেকর্ড
২০১৭ সালের ৬ অক্টোবর পর্দায় ওঠে ‘ঢাকা অ্যাটাক’। ১০ মার্চ পর্যন্ত টানা ১৫৪তম দিন দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে চলছে। গত ৬ মার্চ ছবিটি মুক্তির পাঁচ মাস পূর্ণ করলো। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন।
এর আগে মুক্তির প্রথমদিন থেকে টানা এতদিন বাংলাদেশের কোনও ছবি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি বলে জানা গেছে।
ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবি মুক্তির পর থেকেই এটি প্রদর্শিত হচ্ছে। তবে মাঝে এক সপ্তাহ দেশের প্রেক্ষাগৃহে বন্ধ ছিল। কিন্তু সে সময় যুক্তরাষ্ট্রের হলে এটি চলেছে। দেশ ও বিদেশ ধরলে এখন পর্যন্ত এটি টানা চলছে। এমনটা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণে।’
ঢাকা অ্যাটাক এখন প্রদর্শিত হচ্ছে- শাহীন (ঢাকা) চম্পাকলি (টঙ্গী), বনানী (কুষ্টিয়া), শাপলা (রংপুর) ও রাজ (কুলিয়ারচর) প্রেক্ষাগৃহে। এছাড়াও দেশের বাইরে এখনও যুক্তরাষ্ট্রে চলছে ছবিটি।
এদিকে ‘ঢাকা অ্যাটাক’-এর টানা এমন সাফল্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় বাংলাদেশে চলচ্চিত্র আর্কাইভের একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা জানান, দেশের সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে ধরা হয় ‘বেদের মেয়ে জোসনা’কে। তবে ছবিটি মুক্তির কিছুদিন পর প্রদর্শনে অল্প সময়ের একটা বিরতি ছিল। এরপর দর্শকের চাহিদার কারণে ছবিটি পুনরায় প্রদর্শিত হতে থাকে। মূলত এরপরই ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়। এক সময় দেশের অন্যতম সফল ছবিতে পরিণত হয় ‘বেদের মেয়ে জোসনা’।
সে দিক দিয়ে বিবেচনা করলে, ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক বটে।
‘ঢাকা অ্যাটাক’ দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। বোম নিষ্ক্রিয় ইউনিটের সদস্য, পুলিশ কমিশনার, সোয়াত, গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিকসহ সব ধরনের চরিত্রই আছে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও পাঁচ কিলোগ্রাম ওজনের হেলমেট।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র এবং খল চরিত্রে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান।
ছবিটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. ও থ্রি-হুইলারস লি.।