নতুন সিনেমায় মাহি
ঢালিউডের এ সময়ে অন্যতম আলোচিত বিষয় জাজ মাল্টিমিডিয়া থেকে মাহির ছিটকে পড়া। একই সময়ে গুজব উঠছে অন্য একটি নতুন প্রযোজনা সংস্থার চলচ্চিত্রে যুক্ত হয়েছেন মাহি। সিনেমা ও পরিচালকের নাম ভাসা ভাসা শোনা গেলেও কেউ এতদিন স্বীকার করেননি। এবার সিনেমাটির নায়ক আনিসুর রহমান মিলন বিষয়টি খোলাসা করলেন।
জাজ মাল্টিমিডিয়ার ‘দেশা- দ্য লিডার‘ খ্যাত পরিচালক সৈকত নাসিরের ‘পাষাণ’ চলচ্চিত্রে জুটি বাঁধছেন মাহি-মিলন।
ঢালিউড২৪’কে মিলন বলেন, “কিছু দিন আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। মাহি খুব ভালো অভিনেত্রী। তার সাথে ‘অনেক সাধের ময়না’ও ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করেছিলাম। দুইটি ছবি বেশ ভালো ছিলো। এই ছবিটিও ভালো হবে আশা করছি।”
এ দিকে সৈকত নাসিরের অন্য চলচ্চিত্র ‘পুলিশগিরি’ থেকে ছিটকে পড়েছেন মাহি। কারণ এ সিনেমা প্রযোজনা করছে জাজ।