Select Page

নাটকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

নাটকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দেন। এবার টেলিভিশন নাটকে অভিনয়ে নাম লেখালেন তিনি।

‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।

‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকের গল্পে জেসিয়া ঢাকার মেয়ে। বাবা খুব ধনী। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছেন। এরপর বাসা ছেড়ে মেয়েটি ভার্সিটির হোস্টেলে ওঠেন। বাবা চান, মেয়ে হোস্টেলে থেকে বাসায় ফিরে আসুক। কিন্তু মেয়েটি বাসায় ফিরতে চান না। ধীরে ধীরে বাবা আর মেয়ের মাঝে টানাপোড়েন তৈরি হয়। এদিকে হোস্টেলের পরিবেশের সঙ্গে তাল মেলাতে পারে না মেয়েটি। এখানে অন্য মেয়েদের সঙ্গে তার ঝামেলা তৈরি হয়।

তবে অভিনয় জেসিয়া ইসলামের কাছে নতুন নয়। এর আগে মাবরুর রশীদ বান্নাহর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

জেসিয়া ছাড়াও এ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন আফরোজ, তুলনা আল হারুন, তানিয়া বৃষ্টি, ফারজানা রিক্তা, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু ও কাজী উজ্জ্বল। এর আগে এ নাটকে যুক্ত হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ এর প্রথম রানার আপ জাহারা মিতু।


Leave a reply