‘নামে যৌথ প্রযোজনা, কাজে কিছুই নেই’
অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুলশান আরা চম্পা। বাণিজ্যিক কিংবা ভিন্নধারা— সব ছবির ক্ষেত্রেই ছিল তার সরব উপস্থিতি। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। ইদানীং নাটকেও অভিনয় করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইত্তেফাককে বলেন, ‘এখন শুধু নামে যৌথ প্রযোজনা হচ্ছে, কাজে কিছুই নেই।’
বর্তমানে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?— এমন প্রশ্নে চম্পা বলেন, ‘যৌথ প্রযোজনায় ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই আছে। ইতিবাচক দিকের অন্যতম হচ্ছে দুই বাংলার ছবির একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। তবে এতে সমান অধিকার থাকতে হবে; যা এখন যৌথ প্রযোজনার ক্ষেত্রে একেবারেই মানা হচ্ছে না। যৌথ প্রযোজনার ছবি আমাদের সময়ও বানানো হয়েছে। কই, তখন তো এটি নিয়ে বিতর্ক উঠেনি? আমরা যখন ‘পদ্মা নদীর মাঝি’ ছবির কাজ করেছিলাম, তখন দুই বাংলার যে সরকারি নিয়ম ছিল সেগুলো অক্ষরে অক্ষরে মেনে কাজ হয়েছিল। এখন শুধু নামে যৌথ প্রযোজনা হচ্ছে, কাজে কিছুই নেই।’