Select Page

ট্রেলারঃ মন জানেনা মনের ঠিকানা

pori-moni-sirin-shila in mon jane na moner thikanaদুই জমজ বোন, তাদের শরীর একে অপরের সাথে জোড়া লাগানো। হঠাৎ একটি খুন হয়, অভিযোগের আঙ্গুল এক বোনের দিকে। তাকে যদি সাজা দিতে হয়, তাহলে নির্দোষ বোনটিকেও শাস্তি পেতে হবে। এরকম জটিল গল্প নিয়ে নির্মিত হয়েছে মন জানেনা মনের ঠিকানা। অভিনয় করেছেন পরী মনি, শিরিন শিলা, মৌসুমী, ফেরদৌস, রাজ্জাক প্রমুখ। আগামী ১লা এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। দেখে নিন ছবিটির ট্রেলার।


মন্তব্য করুন