Select Page

নায়ক হচ্ছেন আব্দুল আজিজ

চলতি সময়ের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ অভিনয়ে নাম লেখাচ্ছেন। ‘আঁধার থেকে আঁধারে’ শিরোনামের সিনেমায় তাকে নায়কের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি।

জাজ সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে নির্মাতা রাফি আপাতত সিনেমাটি নিয়ে মুখ খুলতে রাজি নন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘যদি সিনেমা বানাই তাহলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানাবো।’

আরো শোনা যাচ্ছে ‘আঁধার থেকে আঁধারে’ অতিথি চরিত্রে অভিনয় করবেন ঢাকার শাকিব খান ও কলকাতার জিৎ। নিঃসন্দেহে এটিও তোলপাড় করার মতো ঘটনা। শাকিব ও জিতের কাস্টিংয়ের খবর আগে জানা গেলেও এবার বেরিয়ে এসেছে আজিজের অন্তর্ভুক্তির খবর।

তবে আব্দুল আজিজের বিপরীতে কে অভিনয় করবেন জানা যায়নি। শোনা যাচ্ছে, নতুন কোনো মুখ দেখা যেতে পারে।

রায়হান রাফি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব বাক্স’ ও ‘রতন’-এ সামাজিক সচেতনতামূলক নানান বক্তব্য উঠে এসেছে। ‘আঁধার থেকে আঁধারে’ও সচেতনতামূলক গল্পে নির্মিত হবে। সিনেমাটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। মুক্তি পাবে চলতি বছরেই।


মন্তব্য করুন