Select Page

নিজের ভাগ্যকে হিংসে করছেন মারিয়া

নিজের ভাগ্যকে হিংসে করছেন মারিয়া

5879_0

কাজী হায়াৎ পরিচালিত ইজ টিজিং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মারিয়া চৌধুরী চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। খুব শিগগিরই সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অবলা নারী’তে তাকে দেখা যাবে বহুরুপী চরিত্রে।

প্রধান নায়িকা হিসেবে প্রথমেই সোহানের মতো পরিচালকের চলচ্চিত্রে অন্তর্ভুক্তি, তাই নিজের ভাগ্যকে নিজেই হিংসা করছেন মারিয়া। এ বিষয়ে জাগো নিউজকে বলেন, ‘আমি অনেক ভাগ্যবান সোহান স্যারের মতো পরিচালকের ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছি। ছবিতে আমার চরিত্রটি আমি অনেক উপভোগ করে অভিনয় করছি। আমার অভিনয় দেখে ইউনিটের সবাই অনুপ্রেরণা দিচ্ছেন। এবার দর্শকদের রায় দেবার পালা। তারা যদি আমার ছবিটাকে গ্রহণ করেন তবেই আমি সফল হতে পারব।’

‘অবলা নারী’তে মারিয়া সহজ-সরল গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। যে কিনা সামাজিক প্রতিবন্ধকতার আঘাতে ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠবে। ইতোমধ্যে চলচ্চিত্রটির বেশীর ভাগ অংশের কাজ শেষ হয়েছে।

ঢাকায় বড় হওয়া মেয়ে মারিয়া জন্মগ্রহণ করেছেন উত্তরবঙ্গের গাইবান্ধায়। তার বাবা মজিদুল হক চৌধুরী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও মা শারমিন চৌধুরী গৃহিনী। দুই ভাই-বোনের মাঝে ছোট মারিয়া চৌধুরী এখন পড়ছেন শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে।


মন্তব্য করুন