Select Page

নির্বাহী প্রযোজক হলেন আরিফিন শুভ

নির্বাহী প্রযোজক হলেন আরিফিন শুভ

নিজের নতুন সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন আরিফিন শুভ। এ জন্য শুটিংয়ের আগে থেকেই শুরু করে দিয়েছেন সিনেমার আনুষঙ্গিক কাজ। এ খবর জানিয়েছে প্রথম আলো

খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে একটি বিজ্ঞাপনী সংস্থার হয়ে কাজ করেছিলেন শুভ। তখন শুটিংয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। আর জুন মাস থেকে শুরু হতে যাওয়া রায়হান রাফী ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজক এ অভিনেতা।

আরিফিন শুভ বলেন, ‘আমি প্রথমবারের মতো সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছি। আগে শুধু অভিনয়টা নিয়েই ভাবতে হতো। এবার পুরো শুটিং কীভাবে, কোথায়, কখন হবে, সেগুলোর পরিকল্পনা করছি। শুটিংয়ের কোন ডিপার্টমেন্টের কী লাগবে, কী সমস্যা, এসব আমাকে দেখাশোনা করতে হচ্ছে। সে জন্য চিত্রনাট্য থেকে শুরু করে টেকনিক্যাল টিম, সবার সঙ্গে প্রতিদিন মিটিং করছি।’

এপ্রিলের শেষ দিকে ‘নূর’-এর ঘোষণা দেন শুভ। এই ছবির মাধ্যমে নতুন ধরনের কাজের অভিজ্ঞতা হতে যাচ্ছে তার।

শুভ জানান, ক্যামেরার পেছনের কাজগুলো যতটা সহজ মনে করেছিলেন, ততটা সহজ নয়। বললেন, ‘আমার সব এনার্জি শেষ। প্রতিদিন পরিচালক, সহকারী পরিচালক, লাইট, ক্যামেরা, প্রোডাকশন টিম সবার সঙ্গে বসতে হচ্ছে, অনেক চাপে দিন কাটছে। আমার কাজে কোনো গাফিলতি হলে শুটিং বন্ধ। এটা অনেক বড় দায়বদ্ধতা। আগে শুটিং শেষ করলেই আমার দায়িত্ব শেষ হয়ে যেত। পরে প্রচারণায় অংশ নিতাম। এবার শুটিং শেষ করেও আমাকে পেছনের কাজগুলোতে থাকতে হবে।’

গত মাসে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে ঢাকায় ফিরেছেন আরিফিন শুভ। তারপর থেকেই ‘নূর’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। জুলাই মাস থেকে শুরু হবে শুটিং। পরে তিনি যোগ দেবেন ‘বঙ্গবন্ধু’ ছবির অসমাপ্ত কাজে।

এই প্রসঙ্গে শুভ বলেন, ‘একসঙ্গে দুটি বড় দায়িত্ব পালন করা কঠিন। তারপরও কোথাও কোনো ঘাটতি থাকবে না, আশা করি। চাপ নিয়েই সব কাজ শেষ করতে হচ্ছে। শুটিং শুরু করার আগে আরও ৩ কেজি ওজন কমাতে হবে। এই সিনেমার শুটিং শেষ হলেই বায়োপিকের জন্য আবার ওজন ৭ কেজি কমাতে হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বায়োপিকের শেষ লটের কাজ শুরু হবে।’

 


মন্তব্য করুন