Select Page

নেটফ্লিক্সে ফারুকীর দুই ছবি

নেটফ্লিক্সে ফারুকীর দুই ছবি

ফিল্ম ও টেলিভিশন কনটেন্টের জন্য বিশ্বখ্যাত স্ক্রিনিং প্লাটফর্ম নেটফ্লিক্স ওয়ার্ল্ডওয়াইড রিলিজের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ছবি নির্বাচন করেছে। তাও একটি নয় দুটি ছবি। নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’ নেটফ্লিক্সে রিলিজ হবে ১৫ মে।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই— ইমপ্রেস টেলিফিল্ম, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্মকে এই ছবি দুইটা নির্মাণে আমার পাশে থাকার জন্য। তারপর ধন্যবাদ দিতে চাই, আমাদের দর্শকদের যারা আমাকে তৈরি করেছেন। আমি সবসময়ই আমার ঢংয়ে গল্প বলতে চেয়েছি। প্রচলিত রাস্তা বারবার অস্বীকার করেছি। এমন কী নিজের বানানো রাস্তাও ছেড়ে এসে নতুন পথের খোঁজে নেমেছি বারবার। দর্শক এই পুরো জার্নিতেই আমাদের পাশে ছিলেন। আমি জানি না পৃথিবীতে আর কয়জন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারের সৌভাগ্য হয় এত মানুষের ভালোবাসা পাবার। আমি সত্যিই বিস্ময়কর ভাগ্যবান।’

তিনি আরো বলেন, ‘এখন আমার একটা কথা আছে আপনাদের বলবার। যদিও বেশিরভাগ দর্শকই ছবি দুইটা দেখে ফেলেছেন, তবুও বলব নেটফ্লিক্সে রিলিজ করার পর আরেকবার দেখেন। এই দেখার মাধ্যমে নেটফ্লিক্সের কাছে বার্তা পাঠান তারা যেন বাংলাদেশের আরো আরো কনটেন্ট নেয়।’

ফারুকী বলেন, “যেকোনো নতুন ঘটনা আমাদের জন্য সম্ভাবনা বয়ে আনে। যখন তারেক মাসুদ ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়েছেন, আমার ‘টেলিভিশন’ দিয়ে বুসানের ক্লোজিং হয়, গোলাম রাব্বানি বিপ্লব ‘বৃত্তের বাইরে’ নিয়ে টরন্টোতে গেলেন, ইশতিয়াক আহমেদ জিকো ছবি নিয়ে ভেনিসে গেলেন—তখন কেবল এই ব্যক্তিরাই যাননি, অন্যদের জন্যও সম্ভাবনা তৈরি করেছেন। আমি নিশ্চিত, পরে বাংলাদেশের আরো অনেকের ছবিই কিনে নেবে নেটফ্লিক্স। শুধু তা-ই নয়, ভবিষ্যতে বাংলাদেশের ছবি প্রযোজনাও করবে তারা।”

‘টেলিভিশন’-এর প্রিমিয়ার হয় বুসান ফিল্ম ফেস্টিভালে ক্লোজিং ফিল্ম হিসেবে ২০১২ সালে। এরপর ছবিটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। বাংলাদেশে মুক্তি পায় ২০১৩ সালে। অভিনয় করেছেন নুসরাত ইমেরাজ তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও সাহির হুদা রুমি।

‘পিঁপড়াবিদ্যা’র প্রিমিয়ার হয় দুবাই ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগে ২০১৩ সালে। এরপর সিঙ্গাপুর, বুসান, কেরালা, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়। ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৪ সালে। অভিনয় করেন নূর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত জাকারিয়াসহ অনেকে।


Leave a reply