Select Page

পরাণ: তিন মাল্টিপ্লেক্সে বেড়েছে শো

পরাণ: তিন মাল্টিপ্লেক্সে বেড়েছে শো

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’ ঈদুল আজহায় ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক চাহিদার প্রেক্ষিতে মুক্তির তিনদিনের মাথায় রাজধানীর দুটি মাল্টিপ্লেক্সে ছবিটির শো বেড়েছে।

রায়হান রাফী পরিচালনায় ‘পরাণ’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

দেশের সবচেয়ে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে দর্শক-আগ্রহে ‘পরাণ’ সিনেমাটির শো সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে বাড়ানো হয়েছে শো সংখ্যা।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘দর্শকদের চাপে শো বাড়ানো হয়েছে সিনেমাটির। আশাতীত সাড়া পাচ্ছি আমরা, প্রতিটি শাখায় আমরা পরাণের শো দ্বিগুণ করেছি।’

ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং অফিসার মো. মাহবুবর রহমান জানিয়েছেন, ‘আমার একটি শো চলছিল, দর্শক-চাহিদায় আরও দুটি শো বাড়িয়েছি।’

লায়ন সিনেমাসের ফেসবুক পেজেও জানানো হয়, দর্শক চাহিদার কারণে একটি শো বাড়ানো হয়েছে।

যে সব হলে পরাণ: রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও আজাদ। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শঙ্খ ও চিত্রালী (খুলনা)।

সারা বিশ্বের মতো বাংলাদেশে শুক্রবার মুক্তি পায় সিনেমা। তবে ঈদের কারণে সপ্তাহের মাঝামাঝিতেও ছবি মুক্তি দিতে হয়। এ কারণে ঈদের ছবি কোনো হলে টানা দেড় বা দুই সপ্তাহের মতো চলে। কিন্তু ‘পরাণ’ মুক্তির ৫ দিনের মাথায় অর্থাৎ পরবর্তী শুক্রবারে পাচ্ছে নতুন হল।

‘পরাণ’ সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে অভি কথাচিত্র। প্রতিষ্ঠান কর্ণধার জাহিদ হাসান অভি জানিয়েছেন, ‘এর আগে এমনটা হয়নি। মুক্তির ৫ দিনের মাথায় নতুন কিছু হলে পরিবেশিত হতে যাচ্ছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির মুক্তির তালিকা দীর্ঘ হবে।’

অবশ্য প্রথম সপ্তাহে কম হল পেয়েও পরে ব্লকবাস্টার তকমা পাওয়ার ঘটনা ঢালিউডে রয়েছে। এ তালিকায় আছে বেদের মেয়ে জোসনা, মনপুরা, স্বপ্নের ঠিকানাসহ অনেক ছবি।


মন্তব্য করুন