Select Page

পর্দার পিছের অবহেলিত মানুষগুলো

একটা ভালো চলচ্চিত্রের ক্ষেত্রে সাধারণত প্রথম প্রশংসার দাবীকার কে হয়ে থাকেন ?

আসলে আমি বলতে চাইছি, আপনি যখন নতুন বাংলা চলচ্চিত্রটির বিজ্ঞাপন দেখেন আপনার চোখে প্রথমে নিশ্চই অভিনেতা এবং অভিনেত্রীরাই আটকে থাকেন (সম্ভবত) আপনি কি কখনো ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার অথবা কোরিয়োগ্রাফার বা একশন ডিরেক্টরের নামগুলো খেয়াল করেন কি ?

ইদানিং একটা ট্রেন্ড প্রচলিত হয়েছে, চলচ্চিত্র মুক্তির আগে যারা যারা সিনেমাটিতে গান গেয়েছেন তাদের হাইলাইট করে আলাদা বিজ্ঞাপন প্রচারিত হয় বা মূল বিজ্ঞাপনে তাদের দর্শনীয় অবস্থায় প্রকাশ করা হয়, অথচ অবাক হয়ে আমি আবিষ্কার করি যে এইখানে সুরকার বা গীতিকারের নামটা ঊহ্য থাকে বা থাকলেও ছোট ছোট হরফে।

আমি স্বীকার করে নিচ্ছি যে একটা চলচ্চিত্রের প্রমোতে এতো নাম সহজে প্রদর্শন করা সম্ভব নয়, তবে মাঝে মাঝে বিষয়টা বেশ দুঃখজনক হয়ে থাকে, সত্যজিৎ রায়ের কোন একটা গল্পে ছেলেবেলায় পড়েছিলাম যে স্ট্যান্টম্যানের দুঃসাহসিক কার্যকলাপের জন্য যে সিনেমাটি হিট করেছিলো তার নাম এন্ড ক্রেডিটে সাধারণ টেকনিশিয়ানদের নামের সাথে স্ক্রোল হচ্ছিলো…..

যে জনপ্রিয় তার নামকেই ব্যবহার করে আমরা নিজেরা আরো জনপ্রিয় হতে চাই তবে যার নামটা আর সবার সাথেই থাকা উচিত অনেকসময় আমরা সেটা এড়িয়ে যাই…. আপনার কি মনে হয়না এর একটা পরিবর্তন প্রয়োজন ?


Leave a reply