Select Page

পিছিয়ে গেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

পিছিয়ে গেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির কথা ছিল ১৩ মার্চ। করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি।

প্রথম আলোকে এই নির্মাতা বলেন, ‘সারা বিশ্বব্যাপী এখন করোনাভাইরাস মারাত্মক প্রভাব বিস্তার করছে। সেই প্রভাব গতকাল আমাদের দেশে পড়েছে। মানুষ এই মুহূর্তে করোনাভাইরাস নিয়ে শঙ্কায় আছে। যে কারণে আমরা “ঊনপঞ্চাশ বাতাস” ছবিটি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছি।’

এই মুহূর্তে মানুষ করোনাভাইরাস নিয়ে কী করণীয় বুঝে উঠতে পারছে না। অনেকে বিভ্রান্ত হচ্ছেন। মানুষ এই ভাইরাস নিয়ে চিন্তিত। ইতিমধ্যে সারা বিশ্বের সিনেমার ওপর করোনা প্রভাব ফেলেছে। এই মুহূর্তে আর্থিকভাবে ঝুঁকি নিতে চাইছেন না উল্লেখ করে নির্মাতা বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, পৃথিবীর বড় বড় সিনেমা কোম্পানি তাদের সিনেমা মুক্তি দিতে সাহস পাচ্ছে না। জেমস বন্ড থেকে শুরু করে ভারতের বড় বড় লগ্নিকারক ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে। আমাদের সিনেমাতেও বড় অঙ্ক লগ্নি করা। সেটা এই পরিবেশে মুক্তি না দিতেই সিদ্ধান্ত নিয়েছি।’

সিনেমাটির মুক্তি নির্ভর করছে করোনাভাইরাস আগামী দিনগুলোতে দেশের মানুষের ওপর কেমন প্রভার ফেলে, সেটার ওপর। ভাইরাস পর্যবেক্ষণ করেই ভবিষ্যৎ মুক্তির তারিখ নির্ধারণ করতে চান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।


মন্তব্য করুন