Select Page

পোস্টার-সহ প্রথম সিনেমার ঘোষণা দিলেন নুহাশ হুমায়ূন

পোস্টার-সহ প্রথম সিনেমার ঘোষণা দিলেন নুহাশ হুমায়ূন

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ঘোষণা দিলেন হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন। ছবির নাম ‘মুভিং বাংলাদেশ’।

দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো- সেই কাহিনিই উঠে আসবে এতে।

এর আগে নাটক, ওয়েব কনটেন্ট, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাণ করে আলোচনার জন্ম দিয়েছেন নুহাশ। শুরুতেই নিজের সিনেমা যাত্রার কথা জানান দেন।

তিনি ছবির প্রথম পোস্টারও শেয়ার করেন। তবে জানাননি কারা অভিনয় করছেন।

নুহাশ জানায়, ট্রাফিক জ্যামে অতিষ্ঠ হয়ে একদল তরুণ কীভাবে নতুন একটি অ্যাপ নিয়ে মাঠে নামে সেই সত্য গল্প উঠে আসে এ সিনেমায়। পাঠাও নামের সেই উদ্যোগটি তাদের জীবন বদলে দেয়।

এক বছর ধরে গোপনে ‘মুভিং বাংলাদেশ’-এর দৃশ্যায়নের আগের কাজগুলো সম্পন্ন করেছেন তিনি।

তরুণ এ নির্মাতা বলেন, ‘স্ক্রিপ্টটি ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে পাঠানো হয়েছিল। চলতি বছরে সেখানে এটিই একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে।’

ফিল্ম বাজার মূলত সিনেমাবিষয়ক বেচাকেনার উৎসব। যেখানে প্রযোজক, পরিবেশক, সম্পাদকসহ চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে ছবির বিভিন্ন কিছুর পৃষ্ঠপোষক পাওয়া যায়।

নুহাশ হুমায়ূন জানান, সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে বছর খানেক আগে। তখন থেকেই চলছে এর প্রস্তুতি। গল্পে ২০১৩-১৪ সালের ঢাকা উঠে আসবে।

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে ‘মুভিং বাংলাদেশ’ প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। এর আগে এই জুটি ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্র তৈরি করেছেন। তাদের প্রযোজিত ‘রোকাইয়া’ চলতি মাসে কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছে।

আরিফুর রহমান বলেন, ‘ছবিটি নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে। ফিল্ম বাজার ইস্যুটি সামনে আসায় এখন এটি প্রকাশ করলাম। আশা করছি, আগামী বছর থেকে এর শুটিং শুরু হবে।’

‘মুভিং বাংলাদেশ’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর কনসালটেন্সি থেকেও চিত্রনাট্য বিষয়ে পরামর্শ পাবে। ছবিটির কলাকুশলীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।


মন্তব্য করুন