Select Page

পোড়ামন ২ : এক সপ্তাহে ১২ লাখ

পোড়ামন ২ : এক সপ্তাহে ১২ লাখ

খুব চাহিদা থাকলেও ঈদুল ফিতরে সীমিত পরিসরে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। তবে ভালো করছে বক্স অফিসে, পাচ্ছে প্রশংসাও।

চ্যানেল আই অনলাইন এক প্রতিবেদনে জানায়, রাজধানীর বলাকা সিনেমা হলে এক সপ্তাহে ১২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। এর মধ্যে অনেকগুলো শো ছিল হাউজফুল। হলটির ম্যানেজার মোহাম্মদ শাহীন জানান, অনেকদিন পর এ প্রেক্ষাগৃহে কোনো সিনেমা পর পর হাউজফুল গেছে।

বলাকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অধ্যুষিত এলাকায় অবস্থিত। শাহীন বলেন, ‘এই সপ্তাহে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে। এবার আরো দর্শক হবে বলে আশা করছি।’

আরো জানান, প্রথম সপ্তাহে ‘পোড়ামন ২’ ব্যবসা করেছে প্রায় ১২ লক্ষ টাকা।  যেটিকে তিনি ‘রেকর্ড’ হিসেবে দাবি করেছেন।

‘পোড়ামন ২’ এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘সাতদিনে বলাকা থেকে ‘পোড়ামন ২’ ব্যবসা করেছে ১১ লাখ ৯৪ হাজার ৩৫ টাকা। এর আগে আমার প্রযোজিত বেশিভাগ ছবি বলাকায় প্রদর্শিত হয়েছে। কিন্তু সাতদিনে এতো টাকার ব্যবসা আর কোনো ছবি করেনি। বাংলাদেশের ছবি হিসেবে এই ছবি বেশি ব্যবসা করেছে।’’

দ্বিতীয় সপ্তাহে একটি যোগ হয়ে ২৩টি হলে চলবে ‘পোড়ামন ২’। আশা করা হচ্ছে, তৃতীয় সপ্তাহে এ সংখ্যা আরো বাড়বে।


মন্তব্য করুন