Select Page

প্রথমদিনে ‘ডুব’ চলল কেমন?

প্রথমদিনে ‘ডুব’ চলল কেমন?

শুক্রবার সারা দেশের ৩৯টি হলে মুক্তি পেয়েছে মোস্তফা সারয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘ডুব’। মাল্টিপ্লেক্স ও ঢাকার দুই-একটি সিঙ্গেল স্ক্রিনে ছাড়া সিনেমাটি ভালো করেনি প্রথমদিন— জানালো গো নিউজ।

সেল রিপোর্টে দেখা যাচ্ছে ফারুকীর ‘ডুব’-এর ভরাডুবি হয়েছে। সিলেটের নন্দিতা সিনেমা হলে ‘ডুব’ আয় করেছে ৪৭ হাজার টাকা। জয়দেবপুরের বর্ষা সিনেমাতে আয় হয়েছে ২৬ হাজার টাকা।

অন্যদিকে জয়দেবপুরের আরেকটি সিনেমা চম্পাকলিতে ‘ডুবে’র সেল হয়েছে প্রায় ৬২ হাজার টাকা। বরিশালের অভিরুচিতে আয় হয়েছে ৩৮ হাজার টাকা। রংপরের শাপলা সিনেমাতে সেল হয়েছে ৩৩ হাজার টাকা। দিনাজপুরের মর্ডাণে ‘ডুব’ আয় করেছে ৪৫ হাজার টাকা। মুক্তারপুরের পান্না সিনেমা হলে সেল হয়েছে ২০ হাজার টাকা। খুলনার শঙ্খতে সেল হয়েছে মাত্র ৪২০০ টাকা।

পাবনার বীনা হলে সেল হয়েছে প্রায় ২৮ হাজার টাকা। নারায়নগঞ্জের নিউ মেট্রোতে ‘ডুবে’র আয় ৪১ হাজার টাকা। যশোরের মনিহারে সেল হয়েছে ৭৫ হাজার টাকা। সিরাজগঞ্জের মমতাজে ‘ডুব’-এর সেল হয়েছে ১৩ হাজার টাকা। অন্যদিকে রাজধানীর শ্যামলী সিনেমাতে ছবিটি প্রথম দিনে আয় করেছে ৯৪ হাজার টাকা।

‘ডুব’-এ অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা ইরফান খান, নির্মাতা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।


মন্তব্য করুন